1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস।

  • সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩২ পঠিত

বাঁশখালী স্টুডেন্টস’স এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর শিক্ষার্থীদের আস্থার স্থান ও একমাত্র সংগঠন। এই সংগঠন প্রতিবছর বাঁশখালীর শিক্ষার্থী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারে তাঁদের শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ফ্রি বাস সার্ভিস প্রদান করে। প্রতিবছরেরর ধারাবাহিকতায় এই বছরেও প্রতিটি ইউনিটের জন্য যথা এ,বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা করা আসছে। সে কার্যক্রমের অংশ হিসেবে ২ মার্চ ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০২৩-২০২৪ সেশনের এ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস কার্যক্রম সম্পূর্ণ হয়। এতে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ হয়। শিক্ষার্থীদের পরীক্ষার হলে আসন চিহ্নিত করা, প্রবেশ পত্রসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতায় এগিয়ে আসেন এসোসিয়েশনের শিক্ষার্থীরা। বাস সার্ভিস কার্যক্রমটিতে সহযোগিতা করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী। তিনি বাঁশখালী স্টুডেন্টস’দের জন্য তাঁর সাধ্যমতো পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান।এমন সুন্দর আয়োজনের জন্য সংগঠনের দায়িত্বশীলদের ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিনের তত্ত্বাবধানে বাঁশখালীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কার্যক্রমটি পরিচালনা করছে বাঁশখালী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা। সংগঠনটি প্রতিবছর সফলতার সাথে কাজটি পালন করে আসছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট