চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে “বাংলা সাহিত্য প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র’ ২০৭ তম জন্ম জয়ন্তী এবং
খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ুন আহমদ’র ৯ম প্রয়াণবার্ষিকী স্মরণে
এক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন পশ্চিমঙ্গের কবি ও সাহিত্যিক ড.আশীষ কুমার নন্দী,কবি রাজীব ঘাঁটি,রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতা চৌধুরী,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,,সম্পাদক আসিফ ইকবাল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী,যুবনেতা বেলাল হোসাইন মিন্টু, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী,সুমন চৌধুরী, সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ। সভায় বলেন মানুষকে ভালো না বেসে মানববাদী হওয়া যায় না। মানব-প্রেমই মানুষকে মানববাদী করে। প্যারীচাঁদ মিত্র এবং হুমায়ুন আহমেদ এর সাহিত্য মানবতার শিক্ষা দেয়। মানবিক হয়ে ওঠার প্রেরণা জোগায়।
Leave a Reply