1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফেখাজা শাহ নূর দরবেশ মাওলা (রহ.) এর বার্ষিক উরস শরীফ উদযাপন আল্লাহু আল্লাহু যিকিরের ধ্বনিতে মুখরিত মাইজভাণ্ডার শরিফ এলাকা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৬তম উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু মুহাম্মদ লিয়াকত আলী পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বিশেষ প্রতিনিধি সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম আর নেই  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে দুই টাকায় স্কুলের আলোচনা সভা আমিরাতে যে ৪৩টি দেশের জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রয়োজন নেই পাহাড়তলীতে রাস্তার পাশে মিলল হাত বাধা অজ্ঞাত যুবকের মরদেহ পেকুয়ায় অপহৃত স্কুল শিক্ষকের নিথর দেহ মিললো নিজ পুকুরে শাহানশাহ মাইজভান্ডারি (ক:) এর কন্যা শাহজাদী সৈয়দা জেবুন নাহার বেগমের ইন্তেকাল জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার।

চাটগাঁইয়া শূন্য সিএমপি

  • সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৪৪ পঠিত

মহানগর প্রতিনিধিঃ

সিএমপিতে (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) চট্টগ্রামের বাসিন্দা পুলিশ কর্মকর্তাদের বদলি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এমন বদলিতে চাকরির ভয়ে কেউ মুখ না খুললেও চাপা ক্ষোভ—অসন্তোষ বাড়ছেই। নিয়মিত বদলি দেখিয়ে এই পুলিশ কর্মকর্তাদের সরিয়ে ‘চাটগাঁইয়া খেদাও’ মিশন বাস্তবায়ন হচ্ছে সিএমপিতে।

দেশের কোনো জেলা ও নগরে এ ধরনের মিশনের অস্তিত্ব না থাকলেও চট্টগ্রামে তা বাস্তবায়ন করা হয়েছে বলে মনে করেন বদলির বলিতে পড়া পুলিশ কর্মকর্তাদের অনেকেই। তবে ‘চাকরি বিধির’ কারণে আলোকিত চট্টগ্রামের কাছে কেউ মুখ খুলতে চাননি। যদিও সিএমপির দাবি, এ ধরনের কোনো মিশন নেই, যারা বদলি হয়েছেন সবাই নিয়মিত বদলিই।

সিএমপি সূত্র জানিয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিএমপির তৎকালীন উপকমিশনার (সদর) শ্যামল কুমার নাথ (বর্তমানে সিএমপি ট্রাফিক বিভাগে অতিরিক্ত কমিশনার) সদর দপ্তরের মৌখিক নির্দেশে নগর পুলিশে বিভিন্ন ইউনিটে কর্মরত ‘চাটগাঁইয়াদের’ একটি তালিকা তৈরির নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তালিকা প্রস্তুত প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়।

এরপর চলতি বছরের শুরুতে সিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোস্তাক আহমেদ (বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত) ফের ‘চাটগাঁইয়াদের’ তালিকা তৈরির নির্দেশ দেন। এ কথা জানাজানি হলে অসন্তোষ শুরু হয় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে।

সিএমপি থেকে ‘চাটগাঁইয়া খেদাও’ মিশনে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের আদেশে ৩৬ জন কনস্টেবলকে একদিনে বদলি করা হয়। বদলির আদেশ পাওয়া ৩৬ জনের মধ্যে ৩৫ জনের বাড়িই চট্টগ্রামে। তাদেরকে কক্সবাজার ও খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিটে বদলি করা হয়।

১০ অক্টোবর বিভিন্ন পদে কর্মরত সিএমপির ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। যাদের সবাই চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। এর মধ্যে বন্দর ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জন পুলিশ পরিদর্শক। বাকি ৬ জন বিভিন্ন থানায় কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও পেট্রোল ইন্সপেক্টর (পিআই) পদমর্যাদার কর্মকর্তা।

২০২১ সালের ২৭ মে একদিনে সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ১০ জনের বাড়িই চট্টগ্রামে। বাকি ৩ জনের বাড়ি পার্বত্য চট্টগ্রামে। বদলি হওয়া এসব কর্মকর্তার প্রায় সবাই সৎ, মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

সিএমপি থেকে বদলি হওয়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার-এডিসি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— এডিসি (সদর) মইনুল ইসলাম, এডিসি নাদিরা নুর, এডিসি (বন্দর) অলোক বিশ্বাস, এডিসি (কাউন্টার টেরোরিজম বিভাগ) আসিফ মহিউদ্দীন, এডিসি (প্রসিকিউশন) মো. রেজাউল করিম, এডিসি উক্য সিং ও এডিসি নুতান চাকমা ও এসি পরিত্রাণ তালুকদার।

বদলি হওয়া সহকারী পুলিশ কমিশনার-এসি পদমর্যাদার মধ্যে রয়েছেন এসি (প্রসিকিউশন) কাজী শাহবুদ্দিন আহমেদ, এসি উত্তম কুমার চক্রবর্তী, এসি আবু জাফর, এসি (সিটি এসবি) আতিক আহমেদ চৌধুরী ও এসি (পাঁচলাইশ) দেবদূত ভট্টাচার্য। এদের মধ্যে পরিত্রাণ তালুকদার, উক্য সিং ও নুতান চাকমা ছাড়া বাকিদের বাড়ি চট্টগ্রাম জেলায়।

এছাড়া পাচঁলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, খুলশী থানার ওসি প্রণব চৌধুরী, বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী, ডবলমুরিং থানার ওসি সুদীপ দাশকেও বদলি করা হয়। এদের মধ্যে আবুল কাশেম ভূঁইয়ার বাড়ি মানিকছড়ি হলেও অন্যদের বাড়ি চট্টগ্রামে।

৭ আগস্ট চকবাজার থানার ওসি মো. আলমগীর ও বাকলিয়া থানার ওসি রহুল আমীনকে চট্টগ্রাম ছাড়তে হয়। বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে এবং চকবাজার থানার ওসি মো. আলমগীরকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়। তারা দুজনই চট্টগ্রাম ও রাঙামাটির বাসিন্দা।
চকবাজারের আলমগীর রংপুরে, বাকলিয়ার রুহুল রাজশাহীতে

এর পরদিন (৮ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয় হালিশহর থানার ওসি রফিকুল ইসলামকে। একইদিন বদলি করা হয় পতেঙ্গা থানার ওসি জোবায়েরকেও। জোবায়েরের বাড়ি চন্দনাইশে এবং রফিকের বাড়ি রাউজানে।

সিএমপি থেকে ‘চাটগাঁইয়া খেদাও’ মিশনের ধারাবাহিকতায় ১৯ আগস্ট ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া এবং পাহাড়তলী থানার ওসি হাসান ইমামকে বদলি করা হয়।

আদেশ অনুযায়ী উৎপল বড়ুয়াকে ডিএমপিতে এবং হাসান ইমামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। এদের মধ্যে উৎপলের বাড়ি সাতকানিয়ায় এবং হাসানের বাড়ি রাঙ্গুনিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট