আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন জেলা ৩১৫ বি৪ এর অধীন লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির ২০২২-২৩ সেবা বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বন্দর নগরী চট্টগ্রাম আগ্রাবাদের একটি অভিজাত রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির সভাপতি লায়ন মঞ্জুর আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
এ কমিটি গঠন করা হয়।
এতে লায়ন সাইফুর রহমান মাসুদ, এম জে এফ কে প্রেসিডেন্ট,ভাইস প্রেসিডেন্ট হিসেবে লায়ন সৈয়দ আব্দুল মতিন , লায়ন জাহাঙ্গীর আলম , লায়ন অ্যাডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী,সেক্রেটারি হিসেবে লায়ন বিপুল কুমার বল এবং লায়ন ইয়াছমিন কবিরকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সাইফুর রহমান মাসুদ এমজেএফ,নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে অন্যান্যের মধ্যে জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ শওকত আলী চৌধুরী এমজেএফ, জেলা গর্ভনর উপদেষ্টা লায়ন মামুনুর রশীদ মামুন, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, লায়ন কবিরুল ইসলাম,লায়ন আব্দুল মান্নান ভূইয়া, ক্লাব সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট নুরউদ্দীন আরিফ চৌধুরী ,লায়ন সৈয়দ আব্দুল মতিন,লায়ন মোহাম্মদ আবু তাহের, লায়ন বিপুল কুমার বল প্রমুখ বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য,লায়ন্স সেবাবর্ষ ২০২২-২৩ইং এ কার্যকরী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত সদস্য নিয়ে উক্ত সেবাবর্ষ পরিচালিত হবে।
Leave a Reply