দলের নব্য সুবিধাবাদীদের হাতেই তৃণমূলে জাতিরপিতার আদর্শীক নিবেদিত প্রাণরা আজ রাজনৈতিক ও সমাজিক ভাবে হত্যা হয়েছে।
এদের কারণে দলের সাহসী যোদ্ধারা রাজনীতির মাঠ থেকে একেএকে মুখ ফিরিয়ে নিয়েছে।
সেই সুযোগটি কাজে লাগাচ্ছে ৭১র’ পরাজিত শক্তি ও ধর্মান্ধ মৌলবাদী গৌষ্টীরা।
দল ক্ষমতায় ১৩ টি বৎসর রাষ্ট্র পরিচালনায় অতিবাহিত হয়েছে। তৃণমূলে যেখানে মুক্তিযোদ্ধের সপেক্ষের আওয়ামী সংগঠনের শক্তশালী ভীত হওয়ার কথা ছিলো কিন্তুু কেনো কি কারণে হযবরল অবস্থায় তা আজ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তৃণমূলে আজ দলের চেইনঅব কমান্ড ভেঙে পড়লো নেতার সাথে কর্মীর দূরত্ব ভিবিন্ন দলের লোকদের এনে সংগঠনের কার্যক্রম পরিচালিত করছে তা খতিয়ে দেখা হোক।
প্রথমত দলে ঘাপটি মেরে থাকা এদের চিন্হিত করতে হবে এবং কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যৎ এধরণের কোন সুবিধাবাদী লোকের দলের যেনো স্থান না পায় সেদিকে লক্ষ্য রেখে সাংগঠনিক ভাবে কঠোর সিন্ধান্ত গ্রহন করতে হবে।
দলকে পুঁজি করে ক্ষমতাকে অপব্যবহার করে যারা সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে তাদের লালনপালন ছত্রছায়া থেকে সেই বিষাক্ত সাপগুলি আজ ছোবল দিচ্ছে। অতীতে দলের জাতিরপিতা আদর্শীক নিবেদিত সাহসী প্রাণরা সম্প্রদায়ীক শক্তি ও স্বাধীনতার পরাজিত শক্তিদের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করে প্রতিরোধ গড়ে তুলেছিলো তারা আজ বিলুপ্তির পথে।
আগামীতে এই উগ্র মৌলবাদীদের থামানোর জন্য এবং এদের শেখড় উপড়ে ফেলার জন্য সংগঠনে ফিরিয়ে আনতে হবে দলের দুঃসময়ে ত্যাগী নিবেদিত আদর্শীক প্রাণদের।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Leave a Reply