৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে সারা দেশে সরকারি বেসরকারি রাজনৈতিক,অরাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজে এই আন্তর্জাতিক নারী দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। এই প্রতিপাদ্যের আলোকে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজ সচেতনতার লক্ষে যৌথ পরিবারে শাশুড়ি পুত্রবধূ সহ সকলে মিলে পারিবারিক বন্ধন সুগম করার লক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করছে। ৮ ই মার্চ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে তাহফিমুল জান্নাত ও উৎপল কুমার দাসের যৌথ সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় পুরষ্কার বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা,
উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে হাসিনা জাকারিয়া বেলা বলেন, আজ বিশ্ব ব্যাপী বিভিন্ন ভাবে নারী দিবস উদযাপিত হচ্ছে। কিন্তু বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যে বউ শাশুড়ি কে যৌথ পরিবারে থাকার জন্য উদ্বুদ্ধ করার লক্ষে সেরা শাশুড়ি সেরা বউ সম্মানা অনুষ্ঠানের আয়োজন করছেন সেটি একটি বিরল ঘটনা। তিনি আরও বলেন যদি এভাবে সমাজের বউ শাশুড়ি মিলে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করে তাহলে অনাকংশেই নারী নির্যাতন সমাজ থেকে কমে আসবে
এই সময় বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, বিশিষ্ট সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, লায়ন শারমিন সুলতানা মৌ, ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, ডা: মোঃ ইউসুফ খান, অর্থ সচিব হাফিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স ও মোঃ ইয়াসিন খন্দকার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে যৌথ পরিবারে শাশুড়ি এবং বউ সংসার করায় এমন পাচটি পরিবার কে সেরা পুত্রবধূ ও সেরা শাশুড়ি ঘোষণা করে সম্মাননা প্রদান করা হয়।
এই সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ সেরা শাশুড়ি সেরা বউদের প্রতি শুভেচ্ছা জানিয়ে ও তাদের এই যৌথ পরিবারে একে অপরের সেবার মাধ্যমে তাদের সংসার জীবন কাটাবেন এই প্রত্যাশা রেখে এবং সকল নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
Leave a Reply