পটিয়া এপেক্স ক্লাবের কর্মকান্ড ব্যাতিক্রম: মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল।
পটিয়ায়( আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাবের আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও কমভাগ্যবান দু:স্থ মানুষের মাঝে কোরবানির ঈদ উপহার ( মসল্লা সামগ্রী) বিরতন করা হয়।
গত ১৬ ই জুন রবিবার পটিয়া প্রেস ক্লাব প্রাংঙ্গনে এপেক্স ক্লাব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী এন্ড ডিএনই এডিটর এপে. মোরশেদুর রেজা সবুজ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বাবুল।
প্রধান আলোচক ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হাকিম রানা।
বিশেষ আলোচক ছিলেন পটিয়া এপেক্স ক্লাবের ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রবিউল আলম ছোটন, পটিয়া এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান শেখ আলমগীর আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাইদ তালুকদার খোকন, সার্ভিস ডাইরেক্টর এপে. জসীম উদ্দিন।
বক্তব্য রাখেন এপেক্সিয়ান আবদুল্লাহ ফারুক রবি,মোরশেদুল আলম,আরিফ খাঁন,আবু হেনা,আইরিন সুলতানা প্রমুখ।
এতে পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বাবুল বলেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া মানবিক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পটিয়ায় আসহায় মানুষের মাঝে তাদের নিয়মিত কর্মকান্ড সত্যিই অতুলনীয়।
সমাজে সকল মানুষের প্রতি তাদের স্ব উদ্যোগ কর্মচূসী দেখে আমি অভিভূত।
পটিয়ার অন্যন্য সংগঠনকে ও এধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
পরে কমভাগ্যবান মানুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার ( মসল্লা সামগ্রী তুলে দেন মেয়র ও এপেক্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply