ইসমাইল ইমনঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর চট্টগ্রাম মহানগর নতুন কমিটি ঘোষণা করা হয়।
আজ সোমবার ৫ জুলাই বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস আক্তার নিলা এবং সাধারণ সম্পাদক মকবুল আহাম্মেদ মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়।
ফরহাদুল হাসান মোস্তফা কে সভাপতি
রহিমা আক্তারকে সাধারণ সম্পাদক, মোঃ মাসুদুর রহমান কে সাংগঠনিক সম্পাদক, মোঃ আরিফ উদ্দিন , এইচ এম আজাদ, শাহ নাফিস ইমতিয়াজ সাঞ্জু, মোরশেদ জামান, মাইনুদ্দিন তুষার, শাহাদাত হোসেন পিন্টুকে সিনিয়র সহ-সভাপতি এবং পারভেজ আলম, ফরহাদ আব্দুস সালাম, মোঃ শাহাবুদ্দিন সাজুকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে চট্টগ্রাম মহানগর কমিটির অনুমতি প্রদান করা হয়।
বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর সর্বমোট ১০১ সংখ্যা বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি, রহিমা আক্তার সাধারণ সম্পাদক, মোঃ মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নার্গিস আক্তার নিলা ও সাধারণ সম্পাদক মকবুল আহাম্মেদ মুকুল সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
Leave a Reply