চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ” বিশ্ব বরেণ্য ইংরেজ সাহিত্যিক,নাট্যকার, নাট্যাভিনেতা উইলিয়াম শেক্সপিয়ার এর সাহিত্য কর্ম ও জীবনাদর্শ স্মরণে “আমি নষ্ট করেছি সময়,এখন সময় নষ্ট করছে আমাকে” শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে স্মারক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, শিক্ষক বাবুল কান্তি দাশ। স্মারক বক্তায় বাবুল কান্তি দাশ বলেন
বিশ্ব বরেণ্য কবি,নাট্যকার, অভিনেতা উইলিয়াম শেক্সপিয়ার।যিনি শুধু মাত্র পাঠ্য বইয়ে আটকে থাকা ব্যক্তিত্ব নন।চার শতাব্দী পার হয়ে গেছে তিনি নেই,কিন্তু এখনও তাঁকে মনে রেখেছে গোটা বিশ্ব।তাঁর নাটক, কবিতা এখনো পথ দেখায় শুদ্ধতার,সততার।কবি বলছেন,আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না।কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারন হয়ে দাঁড়ায়।কবির ভাষায়,সততার নিকট দুর্নীতি কোনদিনই জয়ী হতে পারে না।সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভীড়ে বাছাইকৃত একজন হওয়া।আমরা যত বেশী কবি’র অনুশীলন অনুধ্যানে থাকব ততবেশী সমৃদ্ধ হব।
Leave a Reply