“বাঁকা চাঁদের হাসি”
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
প্রথম দিনের বাঁকা চাঁদে কচি মুখের হাসি
আনন্দ দেয় সবার মাঝে বছর ঘুরে আসি।
কর্মশেষে সবে মোরা আসছি ফিরে বাড়ি
যে চাঁদ রাখছি রোজা সে চাঁদ দেখে ছাড়ি।
ঈদ আনন্দ করব সবে নতুন জামা পরি
টাকা পোশাক বিলিয়ে দিব যতটুকু পারি।
ধনী-গরীব সবে মিলে ঈদের জামাত সারি
কেমন আছে প্রতিবেশী দেখব ঘোরে বাড়ি।
ভালোবাসার মাতৃবোধে আসি নাড়ীর টানে
আত্মীয় স্বজন সবার মাঝে পরম শান্তি আনে।
প্রবাসবাসী আছে যারা আয়ের উৎস তরে
ঈদ আনন্দ বিলিয়ে দিব মিডিয়ায় যুক্ত করে।
দো’য়া করি সবে মিলে ঈদুল ফিতরের দিনে
সুখ শান্তি আল্লাহ্ যেন সবার ঘরে আনে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply