ভোলা জেলা সমিতি চট্টগ্রাম ৬ নং অঞ্চল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) নগরীর ইপিজেডের বন্দরটিলা তাকবির রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক এম মোসলেহউদ্দিন বাহার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম ৬ নং অঞ্চল কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো : তছলিম।
অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মো : শাহাব উদ্দিনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর সভাপতি কে এম মোয়াজ্জেম হোসেন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এর কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো : ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক, অর্থ সম্পাদক মো : ফিরোজ চৌধুরী, মো : এসকান্দার আলী হাওলাদার, ডা : বেলাল মৃধা, কিন্ডারগার্টেন এডুকেশন এসোশিয়েশন (কেয়া) এর মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান,মো : মনিরুল ইসলাম, প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মো : মারুফ রহমান মনু,হাকিম মোঃসেলিম রেজা,কেএম মাজহারুল হক,আনোয়ার হোসেন রাছেল,মোঃজয়নুল আবেদীন বাবলু,মো : আবু হানিফ, মো : মোসলেহউদ্দিন সবুজ, এস আই ফিরোজ,মো : আবদুর রব, মো : ইসমাইল,আলহাজ্ব গনি সওদাগর,মো :মাকসুদুর রহমান।
উপস্থিত ছিলেন ৬ নং অঞ্চল কমিটির সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আহমেদ, সহ সভাপতি,মো : ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ডাঃ মো : ইউসুফ,অর্থ সম্পাদক মো : আনোয়ার হোসেন,মো : নজরুল ইসলাম বেলাল,মো : সামছুদ্দিন, এডভোকেট রহুল আমিন,মোঃমিজানুর রহমান, ফজলুর রহমান,মো : আলমগীর,মো : শাহীন,মো : রফিক সহ অন্যান্য আজীবন সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মো : ইস্রাফিল নাঈম, হেলাল উদ্দিন, মো : জাহেদুল সহ প্রমূখ। অনুষ্ঠানে মাওলানা কারী মো : আবদুল্লাহ্ এর পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ব্যাংক কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আবদুর সবুর , আমন্ত্রিত বক্তারা বলেন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। যা চট্টগ্রামস্থ ভোলাবাসীর সেবামূলক কার্যক্রমে সহায়তা করে থাকেন। দোয়া ও মুনাজাত এর পর অঞ্চল সভাপতি আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply