”আমার রক্তে বাচবে প্রাণ”-“স্বেচ্ছায় করি রক্তদান”
এই স্লোগানের ধারক ও বাহক সামজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া” র ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্য রক্তের গ্রুফ নির্ণয় ও চিকিৎসা ক্যাম্প-২০২২.
শুক্রবার বোয়ালখালী ও বাড়ৈকাড়া বড় মাদ্রাসার সভায় সহ পৃথক ২টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বোয়ালখালীতে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হওয়া ক্যাম্পইনে মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সজিব ও সায়েমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন এমপি মহোদয়।এতে প্রায় ৭০০ মানুষ বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় ও বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিকাল ৩টা পর্যন্ত এই সেবা অব্যহত ছিল।
সন্ধা ৬টা থেকে বাড়ৈকাড়া মাদারাসার সভা উপলক্ষে আহমেদ জিয়ার তত্বাবধানে মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিনামুল্যে রক্তের গ্রুফ নির্ণয় সেবা প্রধান করা হয়।এতে প্রায় ২৫০জন সেবা গ্রহন করে।
উপস্হিত ছিলেন প্রতিষ্ঠাতা ও এডমিন আসহাব উদ্দীন, মহিউদ্দিন সজিব,সায়েম বিন মামুন।মডারেটর মেহেরুন্নেছা,জয়নাল,জাওয়াদুল,মিরাজ।কার্যকরী পর্ষদ থেকে রিসান,মিজান, তানাস,মাওয়া,ফারজানা,শুভ সহ প্রমুখ।
Leave a Reply