চট্টগ্রাম মহানগরের জুবলী রোড়স্থ রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন আবাসিক হোটেল সফিনাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আমতল এলাকায় ‘হোটেল সাফিনা’-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কট্রোল রুমের মোবিলাইজার অফিসার মো. কফিল উদ্দিন।
তিনি আমার সময়কে বলেন, হোটেলটির ৮ম তলায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের একাধিক গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়
Leave a Reply