রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অন্যতম ৩১ বছরের ঐতিহ্যবাহী ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২২-২৩ বর্ষের কার্যকরী পরিষদের কমিটি গঠন নিয়ে নগরীর চন্দনপুরায় অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয় বাংলালুক কনফারেন্স রুমে রোটার্যাক্টর নুরুল হোছাইনের সভাপতিত্বে বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নমিউল হক তোফাইলকে সভাপতি এবং গাজী জাহিদ হাছান সুমনকে ক্লাব সচিব নির্বাচিত করে ২০২২-২৩ বর্ষের আংশিক কমিটি অনুমোদন করা হয়।
এবং দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
সভায় উপস্থিত বক্তরা ক্লাবের ঐতিহ্যকে ধারণ করার উপর গুরুত্বারোপ করে ক্লাবের যেকোন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখার অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান জাহিদ ইসলাম,পিপি ফরহাদ ইসলাম,পিপি রেজাউল করিম,পিপি এরশাদ বাবলু, আফজাল,হানিফ,সৈকাত, জুনাইদ, তাইসির প্রমুখ।
Leave a Reply