1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি সহ বিশ্বব‍্যাপী যুদ্ধ বন্ধ ও সংকট সমাধানে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান – এডব্লিউসিআরএফ এর মহাসচিব মোহাম্মদ আলী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অস্থির সবজির বাজার,মুরগি ও ডিমের দামও চড়া সার্ক সাংবাদিক ফোরাম সেন্টাল চেপ্টারের সভাপতি রাজু লামা জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাআত চন্দ্রঘোনা ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত।  জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী সম্পত্তির জেরে সৎ ছেলের হাতে পিতা খুন ফেনীর বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে ভ্রাতৃত্ব ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গা আলেমগণ জন্মের চেয়েও কঠিন জন্মসনদ পাওয়া ; সংস্কারের উদ্যোগ বিশেষ প্রয়োজন – মোহাম্মদ আলী

লিও ক্লাব অফ ভৈরব এরিস্ট্রোক্রেট এর ২০২২-২৩ সেবাবর্ষ কমিটি ঘোষণা ও ক্লাব এর উদ্বোধন

  • সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩১৯ পঠিত

বোরহান উদ্দিনঃ

লিও জেলা ৩১৫বি১ এর লিও ক্লাব ও লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রোক্রেট এর স্পন্সরকৃত ক্লাব লিও ক্লাব অফ ভৈরব এরিস্ট্রোক্রেট এর ২০২২-২৩ এর কমিটি ঘোষণা করা হয় ও ক্লাব উদ্ভোধন করা হয় ভৈরব এর অস্থায়ী কার্যালয় নিরাপদ সড়ক চাই এর কার্যালয় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫বি১ এর সম্মানিত পিডিজি ও উক্ত ক্লাবের এডভাইজর লায়ন্স হেলেন আকতার নাসরিন পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সহ সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন ও এবং নিরাপদ সড়ক চাই এর মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের লিও সাফিন আহমেদ ইফতি লিও ফাহিম উজ্জ্বল, লিও অমি, লিও শপন,লিও উচ্ছ্বাস, লিও নামজুল,লিও মারুফ
উক্ত অনুষ্ঠানশুরু হয় চার্টাড সেক্রেটারি লিও গোলাম মোহাম্মদ সাবাব এর সঞ্চচালনায়, শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে করা হয় লিও সায়েম আহমেদ আনুগত্য শপথ পাঠ করে চাটার্ড সেক্রেটারি লিও গোলাম মোহাম্মদ সাবাব, প্লেজ পাঠ করে ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি, এর পর সম্মিলিত ভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে ক্লাবের উদ্ভোধন করা হয় এবং লিওদের সাথে পরিচিত হয় ক্লাব এডভাইজর এবং এর পর তিনি ২০২২-২৩ এর ক্লাব কমিটি ঘোষণা করা হয়। এবংএতে চাটার্ড সভাপতি লিও শিফা ইস্তেগার জিনিয়া কে ক্লাবে সেসা ও মাথায় মুকূট পড়িয়ে সবাইকে পরিচয় করিয়ে দেন, উনার পিন এবং মেডেল পরিয়ে দেন।এছাড়া তিনি তার পিন ও মেডেল পরিয়ে সম্মানিত করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সম্মানিত সহ সভাপতি ও উক্ত ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়ার পিতা জনাব জাকির হোসেন ও তাহার মাতা নিরাপদ সড়ক চাই ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন কে। এর পর কেক কেটে ক্লাবের উদ্ভোধন ঘোষণা করা হয়। এর পরে শুরু হয় আলোচনা সভা। উক্ত সভায়অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চার্টার্ড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া।এর পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত ক্লাব এডভাইজর পিডিজি লায়ন হেলেন আকতার নাসরিন পি
এমজেএফ,তিনি তার বক্তব্য বলেন সেবার অপর নাম হলো লিওজম,আর লিওরা হলো লায়ন্স ক্লাবের একটি প্রজেক্ট তাই সুষ্ঠু নেতৃত্ব বিকাশে লিওজম এর গুরুত্ব অপরিসীম তাই লিওরা সব সময় ঐক্যবদ্ধ থাকে অসহায় মানুষের সেবায় সব সময় যেন নিয়োজিত থাকে এমন দিকনির্দেশনা দেন।এছাড়া আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের বক্তব্য এ ক্লাবের সাফল্য কামনা করেন। পরিশেষে সমাপনী বক্তব্য রাখেন উক্ত ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া। এরপর র‍্যাব ক্যাম্প এর সামনে পথচারীদের মাঝে মাস্ক বিতরন এর মাঝে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট