পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৮তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের উন্নয়নের গতিধারাকে নসাৎ করার ষড়যন্ত্রে মেতে ওঠেছে। এ অশুভশক্তি সরকারের উন্নয়ন চায় না বলে ধর্মকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তিনি আরো বলেন, সনাতন ধর্মের বড় উৎসব দুর্গাপূজায় জঙ্গিবাদ গোষ্ঠীর হামলা, লুটপাট ও জ্বালাও পোড়াও এটি কীসের ইঙ্গিত বহন করে জনগণের কাছে তা স্পষ্ঠ হয়ে গেছে। তিনি বলেন, শহীদ শেখ রাসেলের রক্ত বৃথা যেতে পারে না। শহীদের রক্ত গড়া আমাদের প্রিয় বাংলাদেশ। এদেশের শান্তপ্রিয় নাগরিকরা দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশকে ধারণ করে জঙ্গিবাদের জ্বালাও পোড়াও গুপ্তহত্যা রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় এসেছে। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ স্লোগানকে বাঙালি জাতির জীবনে বাস্তবায়ন করতে পারলে মানুষের মধ্যে বিভেদ হিংসাত্মক মনোভাব প্রতিরোধ করা সম্ভব হবে। গত ২৬ অক্টোবর শহীদ শেখ রাসেল স্মৃতি পরিষদ আয়োজিত নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওসমান গণি। শহীদ শেখ রাসেল স্মৃতি পরিষদ উদ্যাপন কমিটির সদস্য সচিব নারী সংগঠক মর্জিনা আক্তার লুচির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চসিক সাবেক কাউন্সিলর আনজুমান আরা বেগম, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক আলী আহমেদ শাহিন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রনবরাজ বড়–য়া। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, ডা: দুলাল কান্তি চৌধুরী, সৈয়দ দিদার আশরাফী, জাতীয় পার্টির নেতা রাশেদুল হক খোকন, বীমাবিদ এস এম হাসান উদ্দীন, আওয়ামী লীগ নেতা এম এ মোনায়েম, শিক্ষক নেতা বাবুল কান্তি দাশ, সাংবাদিক রোজী চৌধুরী, আসিফ ইকবাল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, উন্নয়ন কর্মী পারভিন চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, রাশিদা আক্তার সুমি, জেসমিন জেসি, আঞ্জুমান বেগম, মোঃ তিতাস, ইউনুচ মিয়া, জিএম পারভেজ, আলমগীর চৌধুরী, একেএম মুুজিবুর রহমান, নুরুল হক মেম্বার প্রমুখ।
Leave a Reply