দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক বাস্তবায়নে পিস প্রকল্পের আওতায় আজ ২২ নভেম্বর ২০২১ইং তারিখে “উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক পাবলিক মিটিং” পাঁচলাইশ যুব সংঘে অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতি ছিলেন হাজী ইউনুস এবং মো: কফিল উদ্দিন, এর সঞ্চানায় কমিউনিটি পুলিশিং এর ধারণা; উদ্ভব ও বিকাশ, কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা,ও উগ্রবাদ ও সহিংস উগ্রবাদে জড়িত হওয়ার নির্দেশকসমূহ wb‡q আলোচনা করেন শবনম মোস্তারী,ট্রেনিং এন্ড প্রজেক্ট অফিসার, সংশপ্তক-পিস প্রকল্প। ইসলামের আলোকে উগ্রবাদ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী, ইমাম, সোনাপুর গাউছিয়া হাশেমীয়া জামে মসজিদ এবং বর্তমানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও তার সুফলতা এবং উগ্রবাদ প্রতিরোধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করেন মো: নুরনবী এস আই বায়েজিদ থানা সিএমপি, চট্টগ্রাম । উক্ত মিটিং এ দি এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধী জয়নাল আবেদীন এবং নাসির উদ্দীনসহ শিক্ষক, ব্যবসায়ী, উকিল, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন অংশগ্রহণ করেন।
Leave a Reply