১৬ অক্টোবর ২০২১ খ্রি. শনিবার সকাল ১১.৪০ মিনিটে আসন্ন জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.)২০২১ উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শিক্ষক পরিষদের এক সভা অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী’র সঞ্চালনায় ‘জামেয়া কনফারেন্স রুমে’ অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ অক্টোবর ২০২১ খ্রি. ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী বুধবার সকাল ৮.০০ ঘটিকা হতে স্বাস্থ্যবিধি মেনে দেশের বৃহত্তম অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের ব্যবস্থাপনায় আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ.) সদারতে চট্টগ্রাম মহানগরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.)/২১ উদ্যাপিত হবে। বৈশ্বিক মহামারীর কারণে মুখে মাক্স পরে সরকারী স্বাস্থ্য বিধি মেনে নেহায়েত পবিত্র পরিবেশে দরূদ-সালাম, হামদ-না’ত ও জিকির আজকার সহকারে জুলুসে অংশগ্রহণ করে জুলুসকে সাফল্যমন্ডিত করার জন্য জামেয়ার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানে রাসূলের প্রতি আহবান জানান জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।
উল্লেখ্য, জশনে জুলুসের র্যালি শেষে জামেয়ার জুলুস ময়দানে সালাত-সালাম এর পর আওলাদে রাসূল হুজুর কিবলা আল্লামা পীর সাবির শাহ্ (মু.জি.আ.) নামাজে যোহরে ইমামতি করবেন এবং বিশ্ববাসী ও বাংলাদেশের শান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মুনাজাত করবেন।
সভায় উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা হাফেয মোহাম্মদ আশরাফুজ্জামান আলক্বাদেরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, প্রভাষক মাওলানা মুহাম্মদ আবু তাহের, প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, মাওলানা এ এ এম জুবাইর রজভী, মাওলানা হাফেয মোহাম্মদ আনিসুজ্জামান, মাওলানা হামেদ রেযা নঈমী, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন খালেদ আযহারী, মাওলানা মুহাম্মদ রবিউল আলম, প্রভাষক ইংরেজি জনাব মুহাম্মদ মাহবুবুর রহমান, মাওলানা হাফেয মুহাম্মদ ওসমান গণি, মাওলানা হাফেয সৈয়্যদ মুহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক ইংরেজি জনাব মুহাম্মদ আহসান হাবীব, শিক্ষক জনাব মুহাম্মদ আবদুল আলীম, জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জনাব মুহাম্মদ আবু তাহের, জনাব মুহাম্মদ শাহ-ই- জাহান, জনাব এস এম দিদারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন ও মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply