প্রেস বিজ্ঞপ্তিঃ
আগামী ১৯ আগস্ট-২২ জুমাবার, বাদ মাগরিব হতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন- হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বি: একতা সংঘের ব্যবস্থাপনায় হিজরী নববর্ষ উদযাপন, পবিত্র মহররম, আশুরা ও আহলে বায়তে রাসুল এবং শোহদায়ে কারবালার স্মরণে ছগিরাপাড়াবাসীর উদ্যোগে ৩য় তম ‘ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল-২০২২ ইং, অনুষ্টিত হবে। এতে বহু ওলামায়ে কেরাম কুরআন হাদীসের আলোকে বয়ান – তকরির পেশ করবেন।
এই উপলক্ষে ১৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা হতে ফ্রী চক্ষুসেবা চিকিৎসা ক্যাম্প ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত। এতে চট্টগ্রামের বিশেষজ্ঞ ডাক্তার চক্ষুসেবা প্রদান করবেন। অনুষ্টান সফল করতে একতা সংঘ ও মাহফিল কমিটি সকলের অংশগ্রহন এবং সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply