মোঃ শেখ ফরিদ মিরসরাই ।
জনকল্যাণকেই রাজনীতির মূলমন্ত্র হিসেবে তুলে ধরেন
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমিন
চেয়ারম্যান।
ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মিরসরাই উপজেলা, বিএনপি ও সহযোগী সংগঠনে, যুবদলের আয়োজিত বিজয় র্যালি অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি, দৃপ্ত কণ্ঠে বলেন,রাজনীতি করেন, আপনার রাজনীতিতে যদি আপনার সমাজের মানুষ উপকারিতা না পায়, তাহলে আপনার রাজনীতি ব্যর্থ।
এই স্পষ্ট ও অনাড়ম্বর মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাধারণ মানুষ এমন বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে।
রাজনীতি মানে শুধুই ক্ষমতা নয়, তৃণমূল নেতাকর্মীদের বার্তা, এই মন্তব্যের ভেতরে আছে এক গভীর সত্য,রাজনীতি কেবল দলীয় ক্ষমতা বা জনপ্রিয়তা অর্জনের মাধ্যম নয়, এটি হওয়া উচিত জনগণের ভাগ্য উন্নয়নের উপায়। তার কথায়, জনগণের জীবনযাত্রায় যদি কোনো ইতিবাচক পরিবর্তন না আসে, তবে রাজনীতির অস্তিত্বই প্রশ্নবিদ্ধ।
বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক মন্তব্য, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন অনেকেই রাজনীতিকদের জনগণ থেকে বিচ্ছিন্ন বলে মনে করছেন, তখন নুরুল আমিন এর, এই বক্তব্য যেন এক সতর্ক সংকেত। তিনি স্পষ্ট করে দিয়েছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলে সে রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
তৃণমূলের সাড়া, তার এই বক্তব্যে মিরসরাই ও,চট্টগ্রামের বিভিন্ন গ্রাম অঞ্চলের,তরুণ কর্মীরা উৎসাহ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, এমন কথাই আজ দরকার, যেখানে রাজনীতির মূল হবে সেবাধর্মী চেতনা।
বিএনপির আদর্শে বিশ্বাস নুরুল আমিন চেয়ারম্যান বরাবরই বিএনপির আদর্শে বিশ্বাসী এবং তৃণমূল রাজনীতিতে সক্রিয়। সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে তিনি বরাবরই স্পষ্টভাষী, যা তার দলীয় অবস্থানকে আরও জনমুখী করছে।
এই বার্তা রাজনৈতিক নেতাদের জন্য একটি সময়োপযোগী আয়না। রাজনীতি যদি জনস্বার্থ রক্ষার ব্রত না নেয়, তবে সেটি নিছক স্বার্থপর প্রতিষ্ঠানের মতোই মনে হবে।এই সতর্কতা দিলেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। একজন দায়বদ্ধ রাজনৈতিক কর্মী।
সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিরসরাইয়ের জনপদে এবার
ঐক্যের ডাক ও দিলেন বিএনপির এই নেতা। এসময় তিনি আরও বলেন, নমিনেশন প্রদানের একমাত্র এখতিয়ার দেশনায়ক তারেক রহমানের। তিনি যাকে নমিনেশন দিবেন তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আমরা সবাই। অতীতে অনেক কিছু হয়েছে। সব ভুলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের কাছে উদ্বাত্ত আহ্বান জানায়, আসুন এক টেবিলে বসে আলোচনা করি। আমাদের ভুল থাকলে সেটা অবশ্যই সংশোধন করে নিব। তারপরও মিরসরাই বিএনপি পরিবারে মাঝে আর কোন ভেদাভেদ চাই না। আমরা সবাই বাংলাদেশ জাতীয়বাদি দল বিএনপি পরিবারের ভাই ভাই।
Leave a Reply