আবু ইউছুপ মামুনঃ
করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সারা বিশ্বের দেশ গুলোর যখন বেহাল দশা ঠিক তার উল্টো চিত্র মুসলমানদের দুই পবিত্র নগরীর মক্কা ও মদিনা শরীফে। সরেজমিনে গিয়ে দেখা যায় আজ শুক্রবার স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করা হয়। স্হানীয় কয়েক জন মুসল্লী ও প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা জানান ৫ ওয়াক্ত নামাজ এবং প্রতি জুম্মার নামাজে মুসল্লীদের এই ধরনের উপস্থিতি দিন দিন উর্ধমুখী। কোভিড সুরক্ষা App তোয়াক্কালনা ইমিউন থাকলে/অথাৎ প্রথম ডোজ টিকা নেওয়া থাকলে) যে কেউ মসজিদ নববীতে প্রবেশ করতে পারবে। শুধুমাত্র মক্কা হারাম শরিফে নামাজ ও ওমরাহ আদায় করার জন্য অনুমতি পত্রের প্রয়োজন হয়। এ-ই ছাড়া পবিত্র মদিনা নগরীর মুসলমানদের স্মৃতি বিজড়িত দর্শনীয় পবিত্র স্থানগুলো সর্বসাধারনে জন্য স্বাস্থ্য বিধি মেনে উম্মুক্ত করে দেওয়া হয়েছে।
অপর দিকে চলতি বছরে হজ্বের জন্য নিবন্ধনের আবেদন করা স্হানীয় ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের করা ৫ লাখ ৪০ হাজার আবেদনের মধ্যে থেকে ৬০ হাজার ব্যাক্তিকে বাছাই করে হজ্জের অনুমতি পত্র দেওয়া হয়েছে। হজ্জের পূর্ব প্রস্তুতি হিসেবে ৩০জুন পবিত্র কাবায় জড়ানো হলো সাদা কাপড়ের গিলাফ। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে পুরো সৌদি আরবের করোনা পরিস্থিতি।
Leave a Reply