নিজস্ব প্রতিবেদকঃ
পৃথিবীকে আলোকিত করে আজকের এই দিনে জন্ম গ্রহন করেন বিশিষ্টি সাংবদিক ও সাংবদিক নেতা চৌধুরী মুহাম্মদ রিপন।
চট্টগ্রাম রাউজানের ছেলে চৌধুরী মুহাম্মদ রিপন বেড়ে উঠেছে কাপ্তাই লেখা পড়া কাপ্তাই ও রাঙ্গুনিয়া চট্টগ্রামের একজন নন্দিত, সাংবাদিক, সংগঠক, সাংবাদিক নেতা ও মানবাধিকার কর্মী। এরি সাথে তিনি চট্টগ্রাম সাংবদিক ফোরামের সাধারণ সম্পাদক অনলাইন টিভি চ্যানেল দোয়েল টিভি প্রধান নির্বাহী, আজকের কর্ণফুলী ও সকালের বার্তার নির্বাহী সম্পাদক। চৌধুরী মুহাম্মদ রিপন জাতীয় দৈনিক সূর্যোদয় বার্তা সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শৈশব থেকে অসম্ভব প্রতিভার অধিকারী দুরন্ত চৌধুরী মুহাম্মদ রিপন জীবনের প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল। ইতিমধ্যে তিনি নিজের একনিষ্ঠতা আর যোগ্যতা দিয়ে এই অল্প বয়সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাংবাদিক সমাজে। এছাড়াও চৌধুরী মোহাম্মদ রিপন নিজেকে ব্যস্থ রেখেছেন সামাজিক বিভিন্ন কর্মকান্ডেও। করোনা ভাইরাস সংক্রমণে প্রথম লকডাউন এ প্রায় দুই একদিন পর পর ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য নিয়ে বের হতেন। সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপহার ব্যবস্হা করেন।
সফল সাংবাদিক, মানবাধিকার কর্মী, সংগঠক চৌধুরী মোহাম্মদ রিপনের জন্মদিনে আজ অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেন কাপ্তাই উপজেলা র সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সদস্য সেকান্দর হোসেন শান্ত সহ কাপ্তাই উপজেলা র বিভিন্ন জন।
বেলার শেষ প্রান্তে ৪টায় কেক কাটার মধ্যদিয়ে শুরু হওয়া জন্ম দিনের ছোট পরিসরের অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান শুভেচ্ছা উপস্থিত সকলকে জানিয়েছেন।
চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সভাপতি এক বনানীতে বলেন বর্ণিল আয়োজন ও সকলের সরব উপস্থিতির মধ্য দিয়ে বড় পরিসরের আয়োজনের একান্ত ইচ্ছে থাকলেও বৈশ্বিক করোনা মহামারির সময়ে সদামাটা এই আয়োজনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান বিশেষ করে সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন ভাইকে শুভেচ্ছা জানিছেন। তিনি আরো বলেন, চৌধুরী মুহাম্মদ রিপন অত্যন্ত সৎ, পরিশ্রমি ও নিষ্ঠাবাদ একজন সাংবাদিক। যিনি সাংবাদিকদের নিবেদিত প্রাণও। আজ তার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রহিল। এবং তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।
সেই সাথে কাপ্তাই উপজেলা র সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply