“দাব্বাতুল আরদ্”
মোহাম্মদ আব্দুল হাকিম
(আলহাজ্ব খাজা হাবীব)
দাব্বাতুল আরদ্ হল-
এক প্রকার প্রাণী
বহু প্রাণীর দেহবায়বে তার
গঠন দেহখানি।
অদ্ভূত জাতির প্রাণীটা
বলতে পারবে কথা
মূহুর্তের মধ্যে ঘোরে বেড়াবে
বিশ্বে যথাতথা।
দাব্বাতুল আরদ্ আসবে
ক্বিয়ামতের কালে
আনন্দ লাগবে সেদিন
মু’মিন লোকের দীলে।
ভূমি থেকে বের করবেন তাকে
স্বয়ং মহান প্রভূ
নিদর্শন সমূহের উপর ঈমান আনতে
হবে সবার কভু।
বের হবে দাব্বাতুল আরদ্
সাফা পাহাড় থেকে
মু’মিনদের বের করবে সে
নিজে দেখে দেখে।
চিহ্নিত করবে সে
জান্নাতি আর জাহান্নামী
আমলনামায় পূণ্যবানরা
হবে বড় দামী।
জান্নাতিদের কপালে লাগাবে
মূসা নবীর লাঠি
জাহান্নামীর কপালে লাগাবে
সোলায়মানের আংটি।
লাঠির স্পর্শে জান্নাতির
কপাল হবে নূরানী
আংটির ছাপে ছাই
কালো বদনে জাহান্নামী।
ন্যায় বিচার শেষ বিচারে
দুর্নীতি থাকবে না
নেকের পাল্লা ভারী হলে
জান্নাতে তার ঠিকানা।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply