নিজস্ব প্রতিবেদকঃ
দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ এর এমএ হান্নান পুত্র মাহফুজ হান্নান চেয়ারম্যান ও সাংবাদিক রফিকুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ ১২ই এপ্রিল রোজ সোমবার রাত ৮ ঘটিকার সময় ডিজিটাল পদ্ধতিতে সকলের উপস্থিতিতে জুম মিটিং এর মাধ্যমে স্বাধীনতার ঘোষক এমএ হান্নান পুত্র সৈয়দ মাহফুজ হান্নানকে চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়ন নবাব হোসেন মুন্না। যুগ্ন ভাইস চেয়ারম্যান সাংবাদিক নাসির উদ্দিন মজুমদার।
ভাইস চেয়ারম্যান যথাক্রমে লায়ন আনোয়ারুল আজিম। এমএ মাহমুদুর রহমান শাওন, বেদারুল আলম চৌধুরী, লায়ন এম ইলিয়াস মজুমদার ,শিব্বির আহমদ ওসমান্,মোঃ মুরশেদ তালুকদার, সাংবাদিক আনোয়ার হোসেন, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, সম্পাদক জাকির হোসেন। মোঃ আব্দুল মজিদ সুজন।
যুগ্ন মহাসচিব যথাক্রমে আব্দুল মান্নান, সাংবাদিক সিদ্দিক আহমেদ আতিক, জোসনা হক। এস এম ইসমাঈল। ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ,
জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নিপু নীল -ঢাকা সাইফুল ইসলাম শামিম- খুলনা । সাংবাদিক জয়নাল আবেদীন -বি বাড়িয়া ।আমিন মোস্তফা আমিনুল ইসলাম -ফিরোজপুর শহিদুল ইসলাম- সিলেট। সাহিদা আক্তার স্বর্ণা- গাজীপুর। কামরুন নাহার- দিনাজপুর। নীলিমা আক্তার নীলা- বান্দরবান। নুরুল কবির দুলাল -চট্টগ্রাম। সাইফুল ইসলাম অপু -নোয়াখালী। মিজানুর রহমান- ভোলা, লিও মোফাজ্জল হোসেন পলাশ। কুমিল্লা , খুরশিদ আলম মজুমদার ফেনী,মোঃইয়াসিন-মহেশখালি,জানেআলম শিকদার-কুতুবদিয়া।
অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আলম,
প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল রানা,উপ-প্রচার সম্পাদকসালেহ আহমেদ,
ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামাল হোসেন,উপ সমাজ সেবা হেলাল চৌধুরী।
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসিফ উদ্দিন আহমেদ চৌধুরী,সহ-আইন বিষয়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট এস কে মারুফ। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক
প্রশান্ত কুমার বড়ুয়া। উপ ত্রাণ ও দুর্যোগ- মোহাম্মদ উল্লাহ মাহমুদ। উন্নয়ন বিষয়ক সম্পাদক- এম এ নাইম। সহ উন্নয়ন-এম মাহবুব আলম রুবেল। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। শিক্ষা বিষয়ক সম্পাদক -প্রফেসর মুহাম্মদ ইউনুস মিয়া। উপ শিক্ষা বিষয়ক-মাস্টার আব্দুর রহমান। ছাত্র বিষয়ক সম্পাদক বিবি ফাতেমা।
মহিলা বিষয়ক সম্পাদিকা কেন্দ্রীয়- নবুয়াত আরা সিদ্দিকা। এম এস টি শাহিনুর -কুমিল্লা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাক্তার মোঃ মামুন। আপ্যায়ন বিষয়ক সম্পাদক-তাহারা শারমিন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিব চৌধুরী- আমেরিকা, ইব্রাহিম খলিল লন্ডন,মহিউদ্দিন আহমেদ- সৌদি আর্, চৌধুরী কামরুল হাসান কাতার ,শিল্প কাতার শিল্প বিষয়ক সম্পাদক। আলহাজ্ব মোহাম্মদ আমানুল্লাহ জাহাঙ্গীর। ব্যবসা-বাণিজ্য -কামাল হোসেন জুয়েল,সহ ব্যবসা-এম নজরুল ইসলাম, আব্দুর রহিম।
সদস্য শাহাদাত হোসেন। মোহাম্মদ ইমাম উদ্দিন। মোঃ রাসেল।
উপদেষ্টা মন্ডলীর সভাপতি নির্বাচিত হয়েছেন
মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইউনুস। প্রধান উপদেষ্টা রোটারিয়ান এসএম আজিজ ,উপদেষ্টামন্ডলী সমন্বয়ক- লায়ন সোহেল আহমেদ মৃধা। সিনিয়র উপদেষ্টা খন্দকার এম হেলাল সিআইপি নির্বাচিত হয়েছেন।
Leave a Reply