শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগামী ২৬ মে বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করবেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
গত বছর ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরপর বন্ধ হয়ে যায় সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কওমি মাদ্রাসা বাদে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আর খুলেনি। গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিলেও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সিদ্ধান্ত থেকে ফিরে আসে সরকার।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দফায় দফায় বাড়ানো হচ্ছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণ আর জটিল আকার ধারণ না করলে জুনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Leave a Reply