1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে উন্নত চিকিৎসা সহায়তার নতুন অধ্যায়, চট্টগ্রামে মিলবে থাইল্যান্ডের মেডপার্ক হসপিটালের সেবা চট্টগ্রামের ভাইরাল মেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় এক পথচারীর মৃত্যু হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল সাপের কামড় খেয়ে হলে বসা হয়নি হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিকজনতার অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে –আ ন ম শামসুল ইসলাম বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত কবিতাঃ জনৈকের বৃত্তান্ত -উত্তম কে. বড়ুয়া আমিরাতে বাংলাদেশ সমিতি আবুধাবীর কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন ।

নগরীর ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া ইসমাইল ফয়েজ রোড পশ্চিমপাড়ার খালে ময়লা আবর্জনার স্তূপ জমে সয়লাব, দেখার কেউ নেই!

  • সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর জনবহুল গনবসতীপূর্ন এলাকা দক্ষিণ বাকলিয়া ১৯নং ওয়ার্ড চর চাক্তাই নতুন মজসিদ সংলগ্ন ইসমাইল ফয়েজ রোড, পশ্চিমপাড়ার খালটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে।

খালের উভয় পাশের সড়ক ও রিটার্নিং ওয়ালের উন্নয়ন সাধিত হলেও চাক্তাই’র শাখা খালগুলো এখনো সম্পূর্ণ অবহেলিত।

প্রসঙ্গত চর-চাক্তাই একটি ঘনবসতিপূর্ণ এলাকা।খালের উভয় পাশে প্রায়‌ ৬০হাজার মানুষের বসতি।
নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায়
তম্বিয়া সেতুসংলগ্ন এই খালে দুপাশে রিটার্নিং ওয়াল নির্মাণ করার সময় যে‌ গর্ত খনন করা হয়েছিল নির্মাণ পরবর্তী মাটিগুলো আর দুপাশ হতে সরানো হয়নি। ফলে সামান্য বৃষ্টি, জোয়ারের পানিতে
বর্তমানে সেতুটির দুই পাশেই ময়লা আবর্জনা ফুলেফেঁপে উঠে এলাকায় ঢুকে পরে ময়লা পানির সাথে।
যার কারণে দূষিত হচ্ছে পরিবেশ ও দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনসাধারণ এলাকার বাসিন্দারা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার মানুষ চলাচল করে। এতে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও অফিস আদালতগামী পথচারীরা।
বর্জ্যের উৎকট গন্ধের কারণে চলাচলের সময় অসুস্থ হয়ে পড়েন অনেকেই।মশা,মাছি ও বিষাক্ত কীটপতঙ্গ সহ ডেঙু, পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আতংকে থাকেন স্থানীয় বাসিন্দারা।
সুনির্দিষ্ট ডাস্টবিন এবং বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা না থাকায় নিরুপায় হয়ে খালেই মানুষ দৈনিক গৃহস্থালির আবর্জনা ফেলে সহজেই খাল ভরাট করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় এলাকাবাসী জানায়

এই খালটি মাস্টার প্লানের আওতায় রয়েছে একথা শুনেছি আজ প্রায় ৩বছর যাবৎ কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ নিতে এখনো দেখছি না। এটি ছিল গভীর  করশ্রোতা একটি খাল ফলে পন্যবাহী নৌকা চলতো এখানে মানুষ জাল দিয়ে মাছ ধরতো ছিল অনেক জীববৈচিত্র্য‌। বর্তমানে
পুরো খাল ময়লার স্তূপে ভরে গেছে, বেড়েছে মশা-মাছির উপদ্রব, ছড়াচ্ছে দুর্গন্ধ।

খালটির বর্জ্য যদি দ্রুত পরিস্কার করে খনন করা না হয় তবে আসন্ন বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হবে বৃহত্তর বাকলিয়ায়। চাক্তাইবাসী‌ সুঁইচগেটের সুফল ভোগ করাতো দূরের কথা মানুষ পানিবন্দি থাকবে এতে কোনো সন্দেহ নাই। আমরা নগরে চসিক ও সরকারের সব ধরনের টেক্স পরিশোধ করেও নাগরিক সেবা থেকে বঞ্চিত। এই বিষয়ে স্থানীয় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় এই খালের কাজের টেন্ডার হয়েছে শিঘ্রই কাজ শুরু হবে। খালে ময়লা আবর্জনার বিষয়ে আমাদের জনসাধারণের সচেতনতা জরুরি।আমরা যদি সচেতন হয়ে পরিবারের সদস্যদের সচেতন করি। নির্দিষ্ট ডাষ্টবিনে ময়লা আবর্জনা ফেলি তাহলে বর্জে খার ভরাট অনেকটাই কমে আসবে।নিজেরাই এর সুফল ভোগ করতে পারবো।

স্থানীয় এলাকাবাসী এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন জনস্বার্থে খালের বর্জ্য অপসারণ করে,দ্রুত খনন এবং খালের পাশে একটি ডাস্টবিন স্থাপন করে স্থানীয় এলাকাবাসীকে স্বস্তিতে বসবাস করার সুযোগ করে দিবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট