1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায়  চুরিকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ ভাসমান চোর গ্রেপ্তার কুরআনের পাখি থেকে পথচারী উষ্ণতার মানবিক দৃষ্টান্ত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৩০ দুষ্কৃতিকারীকে চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার দক্ষিণ বাকলিয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী সাফল্যের গৌরবময় ২৫ বছরে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির জয়তজয়ন্তী পালিত চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, চসিক মেয়র

জেলা সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খানের জন্মদিন উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ পঠিত

১৫ অক্টোবর ২০২৫ তারিখে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো এপেক্স বাংলাদেশ, জেলা ৩-এর সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খানের জন্মদিন উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা। তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পটিয়া প্রেস ক্লাব ও পটিয়া বাসীর পক্ষ থেকে কেক কেটে জেলা সেক্রেটারিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন এপে: সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর-৩, এপে: মুহাম্মদ লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি, ⁠এপে: মহিউদ্দিন চৌধুরী জিকু, পাস্ট প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব চিটাগং, ⁠এপে: এডভোকেট জানে আলম, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, এপে: মোহাম্মদ তারেক হোসাইন, ফ্লোর মেম্বার, এপেক্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, এপে: এডভোকেট কামাল উদ্দিন খান,সেক্রেটারি এন্ড ডিএনই, এপেক্স ক্লাব অব চিটাগং, এপে: এডভোকেট আদনান জাফরান, অতীত জেলা সেক্রেটারি, জেলা ৩,⁠এপে: সালাউদ্দিন কাদের লাভলু, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সন্দীপ, এপে: নরেন সাহা, সেক্রেটারি ও ডিএনই, এপেক্স ক্লাব অব সন্দীপ, এপে: নাফিজ করিম চৌধুরী, ফ্লোর মেম্বার, এপেক্স ক্লাব অব পটিয়া, এপে: জসীম মঞ্জু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া, এপে: সজিব দাশ, ট্রেজারার, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া, ⁠এপে: রুবেল হোসাইন নীল, সেক্রেটারি ও ডিএনই, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া সহ জেলা ৩-এর বিভিন্ন ক্লাবের সম্মানিত এপেক্সিয়ানবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এপে:মুহাম্মদ আরিফ খানের সহধর্মিণী মরিয়ম বেগম রেখা, সন্তান নুজাহাত তাবাসসুম সাদিয়া, সুরাইয়া তাবাসসুম ফাইজা, আরাফাত খান ও জেলা গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসানের সন্তান সৈয়দা আফিয়াত,সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহানাত সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জেলা গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসান বলেন—

“এপে: মুহাম্মদ আরিফ খান শুধু জেলা ৩-এর সম্পদ নন, বরং এপেক্স বাংলাদেশের গর্ব। তাঁর জন্মদিন উপলক্ষে জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের এপেক্সিয়ানদের শুভেচ্ছা বার্তা প্রমাণ করে তাঁর প্রতি সকলের ভালোবাসা ও শ্রদ্ধা। আমি তাঁর সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।”

এ ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এপে: এডভোকেট মুহাম্মদ মনিরুল ইসলাম পান্না, জাতীয় সভাপতি, এপেক্স বাংলাদেশ, এপে: নাসিম আহমেদ, জাতীয় সহ-সভাপতি, এপেক্স বাংলাদেশ, এপে: রিজওয়ান শাহিদী, জাতীয় অতীত সভাপতি, এপেক্স বাংলাদেশ, এপে: মুহাম্মদ নুরুল আমীন চৌধুরী আরমান, প্রধান উপদেষ্টা, জেলা ৩, এপেক্স বাংলাদেশ, এপে: মুসলিম উদ্দিন, অতীত জেলা গভর্নর-৩, এপেক্স বাংলাদেশ

অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং সকল অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট