1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে একজনের মৃত্যু কানাডা’র মন্ট্রিয়লে আবারো নতুন ট্টেন। সীতাকুণ্ডে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির মিছিল – সমাবেশ নির্বাচন কে সামনে রেখে ঐক্যের ডাক লংগদু উপজেলায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের “পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার নাজিম উদ্দিনের সফলতা। – আলমগীর আলম। চট্টগ্রামে দাঁড়ানো ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ৫ কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ বান্দরবানে ভুয়া জাতীয় পরিচয়পত্র ক্যাচিংঘাটায় রোহিঙ্গা পরিবারের বিরুদ্ধে অভিযোগ সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত আর কোন খাঁচা নয়—মানবতা প্রথমে: মাসুমা খানের মুক্তি ন্যায়বিচারের ঐতিহাসিক বিজয়

কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ গ্রেপ্তার

  • সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৯১ পঠিত

এম,আনিসুর রহমান

কলেজ ছাত্রকে (১৭) বলাৎকারে অভিযোগে গৌরনদী মডেল থানায় দায়ের করা মামলার প্রধান আসামি মাসুদ সরদারকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে র‌্যাব সদস্যরা বরিশাল কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ওই দিন রাতে তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেপ্তার মাসুদ কলেজ ছাত্র বলাৎকার মামলার প্রধান আসামি। স্থানীয়ভাবে তিনি কিং মাসুদ নামে পরিচিত এবং খাঞ্জাপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম সরদারের ছেলে। মাসুদ নিজেও ইউনিয়ন বিএনপির সদস্য। ভিকটিম একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, ভুক্তভোগী কলেজছাত্রের বাবা খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ বুধবার ভোর রাতে প্রধান আসামির সহযোগী মো. নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করে। এ ঘটনার জেরে প্রধান আসামি মাসুদ পলাতক ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত খঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কিং মাসুদ সরদার প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রের (১৭) সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরবর্তীতে মাসুদের পরিকল্পনা মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিমের সহপাঠী ইমন সরদার কৌশলে ভুক্তভোগী কলেজ ছাত্রকে উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর মাসুদের সহযোগী ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্য একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত হয়ে চায়ের বিল পরিশোধ করে। এরপর মাসুদ ও ইমন মিলে ভুক্তভোগীকে নিলয় এক যুবকের বাসায় নিয়ে বলাৎকার করে।
ওই কলেজ ছাত্র অভিযোগ করে বলেন, কিং মাসুদ তার দুই সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় আমাকে নিলয়ের ঘরে আটকে রেখে বিবস্ত্র করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আমাকে জোরপূর্বক বলৎকার করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কিং মাসুদকে প্রধান আসামিসহ তিন জনকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর পর এজাহারনামীয় আসামি বাড়ির মালিক নিলয় আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি কিং মাসুদ পলাতক ছিলেন। বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং থানায় সোপর্দ করে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি ইমন সরদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট