প্রেস বিজ্ঞপ্তিঃ
লকডাউন এ গাড়ি বন্ধ থাকার কারনে ডোনার যাওয়া আসার সমস্যা হয় এবং রোগীদের ঠিক মত ব্লাড দিতে পারেননা।
ব্লাড ডোনারদের যাতায়ত নির্বিঘ্ন করতে পটিয়াএসএসসিপরিবারের এর উদ্যোগে এবং আমির খসরু রিয়াদ এর সহায়তায় পটিয়া থেকে চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে আসা যাওয়ার জন্য ফ্রি একটি গাড়ি দেওয়া হয়েছে।
রক্তদান কারি ভাই বোনদের জন্য আজ থেকে গাড়িটি চলাচল শুরু করবে। তবে এই গাড়ি শুধু রক্তদান যারা করবেন তাদের জন্য।
মানবসেবার মধ্যে নতুন অধ্যায় যুক্ত করেছে রক্তদান। সেই অধ্যায়ের অসংখ্য পাতা হচ্ছে যারা সেচ্ছায় বিনামূল্যে রক্তদানে এগিয়ে এসে মানুষের প্রাণ বাঁচায় তারা। অনেক জায়গায় রক্তের জন্য হাহাকার তৈরি হলেও, শাটডাউনের কারণে পরিবহন সংকট ও চলাচলে সীমাবদ্ধতার জন্য অনেক রক্তদাতার পক্ষে এই গুরুত্বপূর্ণ সেবামূলক কাজটি করা সম্ভব হচ্ছিল না। এই বিষয়ে বিবেচনায় নিয়ে এসএসসি পরিবারের এডমিন আবদুল্লাহ আল নোমান ও ভলান্টিয়ার মারুফ উল আলম এর মাধ্যমে গাড়িটি চলাচলের জন্য পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃক অনুমোদন নেয়া হয়।
রক্তদানে ইচ্ছুক পটিয়ার ভাই-বোনেরা এই গাড়ি বিনামূল্যে ব্যবহার করে রক্তপ্রদানের সেবামূলক কাজটি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিতে পারবেন।
Leave a Reply