1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্কুল-মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের ক্লিন,গ্রীন ও স্মার্ট সি‌লেট গড়ার ল‌ক্ষ্যে সিসিক মেয়র এর সা‌থে আন্তর্জা‌তিক ব্যবসায়ীদের বৈঠক কালুরঘাট বেইলী ব্রিজে সিএনজি টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত “হযরত শাহ্ জালাল (রহঃ)” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব) দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ কবিতার ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ৪ তীব্র তাপদাহে পটিয়ার জনসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে চট্টগ্রাম- দোহাজারী – কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান। বৃহওর চট্টগ্রামে আগামীকাল সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টা গণপরিবহন ধর্মঘট আহ্বান হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

“একজন ন্যায় বিচারক, সৎ, নির্লোভ ও স্পষ্টভাষী সওগাত মিয়া”

  • সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮২ পঠিত

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আনোয়ারুল ইসলাম খান সওগাত ছিলেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলা বাসীর এক মহান নেতা। তিনি ছিলেন গরীব দুঃখী মেহনতী মানুষের আস্তা ও ভরসার শেষ ঠিকানা। ছিলেন জনপ্রিয় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান। মহান স্বাধীনতা যুদ্ধের একজন অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি আমাদেরকে এনে দিয়েছেন একটি পতাকা, একটি দেশ। তাঁর সততা নীতি, আদর্শ দেশাত্ববোধ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা, আনোয়ারা উপজেলা রাজনৈতিক, শিক্ষা, খেলাধুলা, সামাজিক সাংস্কৃতিক মহল, সমাজসেবা সহ সর্বক্ষেত্রে তাঁর অনন্য অবদানের কথা দলমত নির্বিশেষে আনোয়ারা উপজেলা বাসী শ্রদ্ধার সাথে মনে রাখবে। তিনি ছিলেন চট্টগ্রামের খ্যাতিমান ব্যক্তি ব্রিটিশ আমলের প্রখ্যাত মুসলিম জমিদার, বঙ্গীয় প্রাদেশিক পরিষদ সদস্য, চট্টগ্রাম পৌরসভার ১ম নির্বাচিত মেয়র (বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশন) খান বাহাদুর আবদুচ ছাত্তারের দৌহিত্র ও প্রখ্যাত জমিদার এরশাদ আলী চৌধুরী সরকার এর প্রপুত্র, আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বিখ্যাত সরকার বাড়ীর সন্তান আনোয়ারুল ইসলাম খান সওগাত ১৯৪৭ সালের ৩ আগস্ট তাঁর পৈত্রিক নিবাস চট্টগ্রাম চন্দনপুরাস্হ’ সুবিখ্যাত বংশাল বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব ক্যাপ্টেন (অবঃ) এয়ার আলী খান। যিনি (পেঁছু মিয়া নামে প্রসিদ্ধ হন) তিনি ১৯৪৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগের মনোনিত প্রার্থী হিসাবে বঙ্গীয় বিধান সভার আপার হাউজে এম.এল.সি নির্বাচিত হন। তিনি ১৯৪৮ সালে ট্রেনিংপ্রাপ্ত ক্যাপ্টেন হিসাবে 22nd P.G.N Battalion এর কোম্পানি কমান্ডার নিযুক্ত হন। এছাড়া তিনি দীর্ঘ ২৫ বৎসর বারখাইন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। মাতা মরহুমা গুলশান আরা বেগম। বড় ভাই প্রখ্যাত রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান খান কায়সার, জিনি সাবেক এম.এন.এ, মুক্তিযোদ্ধা ও সমন্বয়কারক, সেক্টর -১-চট্টগ্রাম, বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সাবেক রাষ্ট্রদূত।

আনোয়ারুল ইসলাম খান সওগাত চট্টগ্রামে সেন্ট প্লসিড’স উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও বি.এস.সি(অনার্স) কৃষি,ঢাকা কৃষি কলেজ। (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।

আনোয়ারুল ইসলাম খান সওগাত পেশায় ছিলেন কৃষিবিদ। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সিনিয়র সদস্য ছিলেন।

ব্যক্তিগত জীবন আনোয়ারুল ইসলাম খান সওগাত এর সহধর্মিণী জনাবা খালেদা খান, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা, জিনি বর্তমান আনোয়ারা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

আনোয়ারুল ইসলাম খান সওগাত এর এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান
১. ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান, পিএসসি।
এস.এস.সি ও এইচ.এস.সি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এম.বি.এ, আ.বি.এ, ঢাকা ও ডাবল স্টাফ কলেজ। চাকরীজীবি বাংলাদেশ সামরিক বাহিনী।
২. জেরিন আয়শা খান, এম.বি.এ, টেম্পল ইউনিভার্সিটি, ইউ.এস.এ।
৩. আদিনা আয়শা খান, এম.বি.এ, সেন্ট ম্যারিজ ইউনিভার্সিটি হেলিফ্যক্স, কানাডা।

আনোয়ারুল ইসলাম খান সওগাত তিনি যে সব প্রতিষ্ঠানে অবদান এবং পদে অধিষ্ঠিত ছিলেনঃ-
১. দুই দুই বার নির্বাচিত ৬নং বারখাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (১৯৮৪-১৯৯২)
২. নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, আনোয়ারা চট্টগ্রাম।(২০০৯-২০১৪)
৩.জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১১ও২০১৩ প্রতিযোগীতায় বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান।
৪.বর্তমান সরকারের ঘোষিত ও বাস্তবায়নাধীন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আনোয়ারা উপজেলায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান। মহান বিজয় দিবস -২০১২ সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসন, চট্টগ্রাম।
৫. উপজেলা পর্যায়ে ঘুর্ণিঝড় প্রস্তুতি মোহরায় সর্বত্তোম অংশগ্রহণে সম্মানা প্রাপ্তি। (২০১২)
৬. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০১৪ এ কার্যকর স্থানীয় সরকার বিনির্মানে সক্রিয় ব্যক্তীত্ব হিসেবে ভূমিকা রাখায় জেলা প্রশাসন, স্মারক প্রাপ্ত। ২৬ মার্চ,২০১৪খ্রি:
৭. প্রতিষ্ঠাতা ও সভাপতি, পরিচালনা পরিষদ, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, আনোয়ার, চট্টগ্রাম। (১৯৯২-২০১৭)
৮. প্রতিষ্ঠাতা ও সভাপতি, তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়, বারখাইন, আনোয়ারা, চট্টগ্রাম।(১৯৯০-২০১৮)
৯. প্রতিষ্ঠাতা, এয়ার আলী খান উচ্চ বিদ্যলয়, ইউনিয়ন -রাজাখালি, ডাকঘর ও উপজেলা: পেকুয়া, জেলা: কক্সবাজার।
১০. প্রতিষ্ঠাতা, টৈটং উচ্চ বিদ্যালয়, গ্রাম: টৈটং, ডাকঘর: টৈটং, উপজেলা: পেকুয়া, জেলা: কক্সবাজার।
১১. প্রতিষ্ঠাতা, টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম: টৈটং, ডাকঘর: টৈটং, উপজেলা: পেকুয়া, জেলা: কক্সবাজার।
১২.দাতা, রাজাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম: রাজাখালি, ডাকঘর ও উপজেলা: পেকুয়া, জেলা: কক্সবাজার।
১৩. দাতা, তৈলারদ্বীপ বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম ও ডাকঘর: তৈলারদ্বীপ, আনোয়ারা, চট্টগ্রাম।
১৪. দাতা ও সাবেক সভাপতি, বারখাইন জামেয়া জমহুরিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, বারখাইন, আনোয়ারা, চট্টগ্রাম।
১৫. দাতা, বারখাইন ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, আনোয়ারা, চট্টগ্রাম।
১৬. প্রতিষ্ঠাতা, বারখাইন দাতব্য চিকিৎসালয়, আনোয়ারা, চট্টগ্রাম।
১৭. জমি দাতা, বারখাইন ইউনিয়ন ভূমি অফিস, আনোয়ারা, চট্টগ্রাম।
১৮. সহ-সভাপতি, গভনিং বডি, আনোয়ারা ডিগ্রী কলেজ, আনোয়ারা, চট্টগ্রাম। (১৯৮৪-১৯৯৬)
১৯.আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম।
২০. আজীবন সদস্য, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম।
২১. আজীবন সদস্য, লায়ন’স ফাউন্ডেশন, চট্টগ্রাম।

এই মহান কর্মবীর ও বহু গুনে গুনান্বিত বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আনোয়ারুল ইসলাম খান শওগাত ২০১৮ সালের সেপ্টেম্বরের ২ তারিখ তাঁর পৈত্রিক নিবাস বংশাল বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন।

উল্লেখযোগ্য: তিনি আনোয়ারা উপজেলা তথা দক্ষিণ চট্টগ্রামে একজন ন্যায় বিচারক, সৎ, নির্লোভ ও স্পষ্টভাষী সওগাত মিয়া হিসেবে বেশ পরিচিত ছিলেন।

মহান রবের নিকট দোয়া করি-তিনি যেন এই মহান ব্যক্তিকে মাগফিরাত ও রহমতের চাদরে ঢেকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন…আমিন

লেখক:
আবু তৈয়ব মোহাম্মদ রাসেল
প্রতিষ্ঠাতা সদস্য সচিব,
আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ- সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট