1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কামরুন নাহার ডলি চট্টগ্রাম ৯ আসনে গণঅধিকার পরিষদের প্রাথমিক ভাবে দলীয় মনোনয়ন পেলেন বোয়ালখালীতে টেম্পো উল্টে যাত্রী আহত বোয়ালখালীতে গাউসিয়া কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে ছিনতাই ও ডাকাতি’তে যুক্ত হলেন যুবক সড়কে প্রতিটি প্রাণ হোক নিরাপদ, প্রতিটি যাত্রা হোক নিশ্চিন্ত : মোস্তানছিরুল হক চৌধুরী পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা মানিকগঞ্জের শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়াস উদ্দিন এর নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ” দীঘিনালায় ওমান প্রবাসী তরুণের মৃত্যু

সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়াস উদ্দিন এর নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

  • সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই ।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটা কুচক্র মহল ।  দাবি গিয়াস উদ্দিন এর, গিয়াস উদ্দিন বলেন আমার নামে ফেসবুকে লিখালিখি করে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষ একটি চক্র ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

দীর্ঘ দিন ধরে আমাদের বাড়ির জায়গা নিয়ে আমার সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে সালিশ বিচার চলমান। বিচারের ও রায় আমাদের পক্ষে আছে।

এসব কারনে আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সব সময় অপপ্রচারে লিপ্ত আছে একটি চক্র। কোন কিছুতেই সফল হতে না পেরে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে গত কয়েক দিন ধরে আমার নামে আমি,আওয়ামী লীগ করি এমন অভিযোগ তোলে কুচক্রী মহল।

প্রকৃত সত্য হচ্ছে ওই সময় আমাদের বাড়ীর চলমান জায়গা জমির জন্য সালিশ বিচার চলছে, কিন্তু সালিশের রায় আমাদের পক্ষে আসছে। কিন্ত প্রতিপক্ষ জায়গা নিজের দখলে আনতে চায়। এ সময় আমাদের প্রতিপক্ষ গ্রুপ আমার সাথে অহেতুক বাকবিতণ্ডায় জড়ায়। পরে আমার নাম দিয়ে আমার নামে মিথ্যা অপপ্রচার করতে থাকে তারা।

প্রকৃত পক্ষে আমি কোন আওমী লীগ করিনি। এমনকি কারো সাথে আমার রাজনীতি নিয়ে বাকবিতন্ডাও হয়নি। জনগনকে ইমোশেনালী ব্ল্যাকমেইল করানোর জন্য কয়েকজনকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে ফেসবুকে প্রচার করা হচ্ছে। যে আওয়ামী লীগের জার্সি পড়া একটি পোশাক পড়া সাজিয়ে। কিন্তু এমন অভিযোগের লেশমাত্র উপস্থিতিও নেই।

ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত । আমি এক জন বাংলাদেশ জাতীয় বাদি দল বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। দলের বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয় আছি। আমাকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে মিথ্যা অপবাদ সাজিয়েছে। আর সেই ঘটনা কয়েকজন আওয়ামীলীগ কর্মী দিয়ে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে । যা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

তিনি আরও বলেন আমার নামে মিথ্যা অপবাদ প্রচারের ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করব । এতে কয়েক জন কে বিবাদী করা হবে ।

আমি সকলকে অনুরোধ করবো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেননা।

প্রত্যক্ষর্শীরা জানান
কিছু মুখোশধারী সাধারণ শিক্ষার্থী, সেজে আবার কেউ নব্য বিএনপি সেজে গিয়াস উদ্দিন এর ছেলে ও ভাতিজার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারা নিজেরাই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী—কিন্তু তারা নিজেদের সংগঠনের পরিচয় দিতে কী লজ্জা পায়।

সাধারণ শিক্ষার্থী বা বিএনপির বেশ ধরে এ ধরণের মব সৃষ্টি করবেন না।জাতীয়তাবাদী কখনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতেও স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন সহ্য করে তারা রাজপথে ছিলো,আজও আছে এবং সামনেও থাকবে। লুঙ্গির নিচে বসে থেকে আমরা রাজনীতি করে না।

রাজনীতি করা যেমন অপরাধ নয়, না করাও অপরাধ নয়। তবে মুখোশ পরে অপপ্রচার চালানো কখনোই মেনে নেওয়া যাবে না।

মতবিরোধ থাকবে, সমালোচনাও হবে—এটাই রাজনীতির সৌন্দর্য। কিন্তু কুরুচিপূর্ণ, উস্কানিমূলক কথা ও গোপন হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।গিয়াস উদ্দিন আরও বলেন যেটা ২০২৩ সালে আমার বাড়িত ঘটেছে আমার বাড়ি ঘর কুপিয়ে তচনচ করে দে, এবং ঘরে থাকা আলমারি এবং আলমারিতে থাকা টাকা গয়না নিয়ে যায় তখনকার সন্ত্রাসীরা । এতে আমার ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় ।

এলাকার সুশৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
নিজ পরিচয়ে রাজনীতি করুন, মুখোশ পরে নয়।
আর আমাকে বা আমার পরিবার কে নিয়ে ষড়যন্ত্র করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট