1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
লালন সাধনার এক অনন্য দূত ফরিদা পারভীন। -সোহেল মো. ফখরুদ-দীন স্ত্রীকে ধর্ষণের পর তার সামনেই স্বামীকে হত্যা,ঘাতক আটক অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের। এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী চট্টগ্রামের নুরুল আমিন চৌধুরী আরমান। হযরত খাজা শাহ শরফুদ্দিন চিশতি (রাহ:) : মাজার ও মসজিদ মুসলিম বিশ্বে ইসলামী ঐতিহ্যের প্রতীক। -সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন নিউইয়র্কে প্রথমবারের মতো মসজিদে গেলেন মেয়র প্রার্থী ‘কুমো’ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতাকর্মীদের জন‍্য দোয়া

চল্লিশ হাজার এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার বিতরণের মধ্য দিয়ে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৫তম ১০ পৌষ খোশরোজ পালিত হচ্ছে

  • সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ পঠিত

২৫ ডিসেম্বর সোমবার মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ৯৫তম মহান ১০ই পৌষ খোশরোজ, মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলে ভিন্ন আবহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলের উদ্যোগে খোশরোজ শরিফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বা’দে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খত্মে কুরআন, জিকির-আজকার, মিলাদ মাহ্ফিল অনুষ্ঠান। এ উপলক্ষে বিশেষ কর্মসূচির মধ্যে রয়েছে, চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলাধীন ৭ শত এতিমখানা ও হেফযখানার ৪০ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর দেশ-বিদেশে অবস্থিত ৭ শতাধিক শাখা কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় এবং খানকায় মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৫তম ১০ই পৌষ খোশরোজ শরিফ পালন করছেন। এদিন গাউসিয়া হক মন্জিলে আশেক-ভক্ত-জায়েরীনের সমাবেশের সুযোগ থাকবে না।
উল্লেখ্য, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) হচ্ছেন বিশ^সমাদৃত মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী কেবলা কাবার প্র-পৌত্র ও অছি-এ-গাউসুল আ’যম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (কঃ) জ্যেষ্ঠ পুত্র। বিভিন্ন সাধনার পথ অতিক্রম করার পর ১৩৭৩ বাংলার ৯ই মাঘ উরস্ শরিফের প্রথম দিনে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (কঃ) স্বপ্নাদেশক্রমে তাঁর পিতা পীরে কামেল অছি-এ-গাউসুল আযম খাদেমুল ফোক্বারা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কে আনুষ্ঠানিকভাবে খেলাফত দানের মাধ্যমে শ্রেষ্ঠ অলির আসনে প্রতিষ্ঠিত করেন। হযরত গাউসুল আযম শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ), গাউসুল বিরাসত হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) এবং অছি-এ-গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (কঃ) অধ্যাত্ম খনির আমানত হচ্ছেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)। হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ) স্বপ্নযোগে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) শির মোবারকে তাজ পরানোর মাধ্যমে, হযরত বাবা ভাণ্ডারী (কঃ) স্বপ্নযোগে নিজ আধ্যাত্মিক পাঠশালায় ভর্তি করে এবং মুর্শিদে কামেল হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (কঃ) জালালী দৃষ্টির মাধ্যমে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কে মাইজভাণ্ডারী আধ্যাত্মিক শরাফতের জিম্মাদারি অর্পণ করেন এবং ফয়েজ-বরকত দান করেন।
উল্লেখ্য যে, ১০ই পৌষ খোশরোজ শরিফের দিন গাউসিয়া হক মনজিলের ঐতিহ্য অনুসারে সকল প্রকার হাদিয়া গ্রহণ বন্ধ থাকে। এবার ভিন্ন আবহে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলাধীন ৭ শত এতিমখানা ও হেফযখানার ৪০ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণের মধ্য দিয়ে খোশরোজ শরিফ উদযাপিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট