 
							
							 
                    
পটিয়া জিরির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক,
পরোপকারী মরহুম নুরুল আলম সওদাগরের আজ ৭ম মৃত্যু বার্ষিকী।তিনি ২০১৭ইং ২০ এপ্রিল দুপুর ১টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।২১ শে এপ্রিল বাদ জুমা জিরি মাদ্রাসায় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
তিনি আজীবন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
আল জামেয়াতুল আরিবিয়াতুল ইসলামীয়া জিরি বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য ও জিরি শেখ পুস্তির বাড়ী আল হাসান (রঃ) মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন বলে ৭১এর সময় পাক হানাদার বাহিনী কতৃর্ক তার বাড়ীঘর জ্বালিয়ে দিয়েছিলেন যা ইতিহাসের বর্বরোচিত ঘটনা।সেই সময় তার পরিবার নিয়ে অতীকষ্টে যাযাবরের মত বিভিন্ন জায়গায় রাতযাপন করে প্রাণ রক্ষা করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে অনাড়ম্বন বিভিন্ন কর্মসূচি পালিত হবে। তার পৈত্রিক বাড়ি জিরি শেখ পুস্তির বাড়িতে খতমে কুরআন,মিলাদ-দোয়া মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে মরহুমের তিন পুত্র ও এক কন্যা সন্তান আছেন।তার কনিষ্ঠ পুত্র সাবেক ছাত্রনেতা,কলামিস্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা বিএ (অনার্স),এমএ সকলের নিকট দোয়া কামনা ও মরহুমের আত্ত্বার মাগফেরাত কামনা করেন।
 
 
	                                         
 
	                                        
Leave a Reply