চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বরেণ্য শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী,সাহিত্যিক দার্শনিক,লোকবিজ্ঞানী ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গতকাল ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন অাগরতলার বিশিষ্ট শিক্ষাবিদ ড.মুজাহিদ রহমান, ছালেহ – নুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপকা সাবিত্রী ঘোষ, অধ্যাপক রিপন চক্রবর্তী, রাজনীতিবিদ নারীনেত্রী রুবা অাহসান চৌধুরী, রিপন চক্রবর্তী,সংস্কৃতিসেবী সুজিত কুমার দাশ,নারীনেত্রী অায়েশা সিদ্দিকা রুমা,সঙ্গীতশিল্পী লূপর্ণা মূৎসূদ্দী,সঙ্গীতা চৌধুরী, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক অাসিফ ইকবাল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সঙ্গীতশিল্পী কাকলী দাশগুপ্তা, সুমন চৌধুরী,মোঃ মঞ্জুর অালম,সাফাত সানাউল্লাহ শিহাব রহমান, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে ভাষা সংস্কৃতি সাহিত্যের যে নামটি স্বর্ণাক্ষরে লিখিত তিনি ড.মুহাম্মদ শহীদুল্লাহ। ভাষা আন্দোলনের প্রথম দার্শনিক।বিভিন্ন ভাষায় সুপণ্ডিত হয়েও মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি তাঁর শ্রদ্ধা প্রজন্মের জন্য দৃষ্টান্ত। প্রগতিশীল চেতনার ধার্মিক ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ধর্মান্ধতা ও কুসংস্কার বিরোধী।
Leave a Reply