1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
 “মোজাদ্দেদ-ই আলফেসানী (রহঃ)” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) শান্তিরহাটে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন রাজধন’র অফিস উদ্বোধন কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিমের সাথে স্বাশিপ নেতৃবৃন্দের সাক্ষাৎ বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গ আসন্ন উপজেলা নির্বাচন: পক্ষচ্যুত হওয়া স্বাভাবিক, তবে লক্ষ্যচ্যুৎ না হওয়ার আহবান সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন‌ অনুষ্ঠিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে আকুল আবেদন। বিশ্ববন্ধন সাময়িকীর উদ্যোগে শিক্ষাসফর ও কবিতাপাঠ অনুষ্ঠান সম্পন্ন ৩৯৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারির (ক.) ১১৮তম বার্ষিক ওরশ শরীফ অনুুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৬৪ পঠিত

লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই)

লাখ লাখ আশেক ভক্তের সমাগম ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত এ গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারির (ক.) ১১৮তম বার্ষিক ওরশ শরীফ। ২৪ জানুয়ারী বুধবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় ওরশ শরীফ। রওজা শরীফ গোসল, গিলাফ ছড়ানো, মিলাদ ক্বেয়াম, আলোচনা সভা, সেমা মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে মাইজভাণ্ডার দরবার শরীফস্থ বিভিন্ন মনজিল কর্তৃপক্ষ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও ওরশ শরীফে আগতদের সুবিধার্থে প্রশাসনেরও ব্যপক প্রস্তুতি ছিল। দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে গাউছিয়া আহমদিয়া মনজিলে মোনাজাত পরিচালনা করেন হযরত সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.), হযরত ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.), হযরত সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) ও গাউছিয়া হক মনজিলে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। এছাড়া আখেরী মোনাজত পরিচালনা করেন অন্যান্য মনজিলের প্রধানগণ।
গাউছিয়া আহমদিয়া মনজিল: ওরশ উপলক্ষে সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে ১০ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, মহান আল্লাহর অলিগণের কারণে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে। ইসলামের ক্রাান্তি লগ্নে সবসময় সুফীসাধকরাই ধর্মের আধ্যাত্মিক ও শরীয়তের অবকাঠামোর রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি ইসলামের মৌলিক আদর্শ ও বিশ্বাসের সাথে সমাজ সংস্কৃতির নৈতিক সংস্কারে আধ্যাত্মিক পূর্ণতা লাভের কারিগর হিসেবে কাজ করেছেন। এসময় উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এবং আওলাদে গাউছুল আজম শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় ওরশে মিলাদ পরিচালনা করেন দারুত তায়ালীম প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। সুষ্ঠুভাবে ওরশ সমাপ্ত করতে সহযোগিতা করায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। আলহাজ্ব ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সংমিশ্রনে উদ্ভাবিত অসাম্প্রদায়িক আধ্যাতিকতা, সাম্য ও সৌহার্দমন্ডিত মাইজভান্ডারী তরিকার অন্তর্নিহিত নির্যাস বিশ্বশান্তি ও মানবতার কল্যাণ নিশ্চিত করতে পারে।” তিনি মহান ১০ মাঘের ওরশে আগত আশেক- ভক্তদের নিয়ে দেশ, জাতি ও বিশ্বশান্তির জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মোন্তাজেম ও ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারীর সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ি খালেদ হোসেন খান মাসুক, আঞ্জুমানের যুগ্ম-সচিব নুরুল আলম চৌধুরী প্রমুখ। এর আগে দিনব্যাপী কোরআন খানি, তাওল্লুদে গাউছিয়া, মিলাদ নবী (দ.) বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয়। বাদ মাগরিব থেকে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে শানে বেলায়ত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তকরির পেশ করেন আল্লামা ফরিদুল আলম রেজভী (ম.) ও আল্লামা আহমদুল হক মাইজভাণ্ডারী (ম.) মুনাজাত পরিচালনা করেন-মাজার শরীফের খাদেম মাওলানা আবু জাফর মুহাম্মদ এনাম, মাহফিল পরিচালনায়-মুহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম ও মুহাম্মদ সাকেরুল ইসলাম তারেক। দরবারে পাকে গাউছিয়া আহমদিয়া মনজিলে শানে বেলায়ত মাহফিল, জিকরে সা’মা মাহফিল, শাহী ময়দানে উন্মুক্ত তাবারুক বিতরণসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছেন গাউসুল আজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী। তিনি বলেন, মাইজভাণ্ডারী সুফিদর্শনে সপ্তকর্মপন্থা নৈতিক জীবনের তাগিদ দেয়, মহান ১০ই মাঘ আমাদের আদর্শে উজ্জীবিত করে। আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী মাহফিলের (ক.)’র পক্ষে তারঁই স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ, মোন্তাজেম ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.) এঁর আয়োজনে, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী এবং ওরশ শরীফ ব্যবস্থাপনা কমিটির যৌথ ব্যবস্থাপনায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মহাসমারোহে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
গাউছিয়া হক মনজিলঃ মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্রপৌত্র ও উত্তরাধিকারী এবং অছিয়ে গাউসুল আযম শাহ্ সুফি হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রধান দিবসের আগেরদিন বা’দ আসর পবিত্র রওজা গোসলের পর খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন। গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৮তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট