
সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ এর “সমণ্বয় সভা” ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়, এতে সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন এর সঞ্চালনায় পরিষদের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে সমণ্বয় সভায় আলোচক ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা সুরকার,সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ, আরো উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম উপদেষ্টা লিটন কান্তি সরকার ও অঞ্জনা পারিয়াল, অভিভাবক প্রতিনিধি সনেট দেব, বক্তব্য রাখেন সুবর্না দাশ, জয়শ্রী ধর,রুবেল চৌধুরী, প্রিয়ম বিশ্বাস, অদিতি বিশ্বাস, আনিকা দাশ চৌধুরী, স্বাগতা নন্দী, সজীব চৌধুরী,সুপ্রিয়া চৌধুরী, নীলাদ্রী সেনগুপ্ত, অনিন্দিতা ভট্টাচার্য্য এবং মহৎ দেব প্রমুখ। সুব্রত দাশ অনুজ তাঁর বক্তব্যে বলেন সঙ্গীত চর্চা ছাড়া আয়ত্ত করা সম্ভব না আগামী প্রজন্মকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখতে সৃজনশীল কর্মকান্ডে উৎসাহী করতে হবে। সনেট দেব বলেন পৃথিবীর সব লোককে সঙ্গীত পারদর্শী করে তোললে যুদ্ধ থাকবে না। লিটন সরকার বলেন যেজাতি সংস্কৃতিবান সেজাতি তত উন্নত, সভাপতির সমাপনী বক্তব্য সাংবাদিক অরুণ নাথ বলেন যুব সমাজকে বাঁচাতে হলে সঙ্গীত শিক্ষার বিকল্প নাই, সঙ্গীত চর্চা সমাজে হানাহানি কমবে, নীতি নৈতিকতা মনুষ্যত্ব বোধ জন্মাবে উল্লেখ করেন ।
Leave a Reply