
সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড মানবিক কাজের নির্দশন স্বরুপ ফ্রী খৎনা ও চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে কেদারখিল যুব উন্নয়ন সংস্থা। সকাল ৮ থেকে দুপুর ২ টা পযন্ত কেদারখিল মসজিদে ৪ জন ডাক্তারের তত্ত্বাবধানে ক্যাম্পের কাযক্রম পরিচালিত হয়।
এ সময় চিকিৎসা প্রদান করেন, চট্টগ্রাম মেডিকেলের কর্মরত ডা: শাহ নেওয়াজ পারভেজ সোহেল, ডা: আমান উল্লা, সার্জারী ডাঃ নুর পাশা, ডাঃ নাজমুল হাসান সাকিব।
ফ্রী চিকিৎসা ক্যাম্পে প্রায় ১শ ৫০ জন রোগীর প্রদান করছেন কর্তব্যরত ডাক্তার বলে জানান যুব কল্যান সংস্থার পরিচালক মহিন উদ্দিন।
Leave a Reply