
১২ ডিসেম্বর চট্টগ্রাম ফয়েস লেক সি ওয়াল্ড হলে
এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর ৪৫তম শাহ আমানত এপেক্স কনভেনশন এপেক্স ক্লাব অব পটিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৬ সালের সার্ভিস ডাইরেক্টর বিশিষ্ট ক্রীড়া সংগঠক এপেক্সিয়ান শফিকুল আলম বশর “সেরা উদ্ভাবনী এপেক্সিয়ান (Best Innovative Apexian)” হিসেবে সম্মাননা অর্জন করেছেন। এপেক্সিয়ান শফিকুল আলম এর সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী কার্যক্রম, নিষ্ঠা ও নেতৃত্বগুণ এপেক্স আদর্শকে আরও সমৃদ্ধ করেছে।
ক্লাব ও জেলার বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানে এপেক্স ক্লাব অব পটিয়া একটি শক্তিশালী ও গতিশীল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দক্ষতা, দূরদর্শিতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে একজন সফল ও আদর্শ সেবা পরিচালক (Service Director) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে আসবেন তিনি।
এপেক্স ক্লাব অব পটিয়ার পক্ষ থেকে শফিকুল আলম বশরকে আন্তরিক অভিনন্দন জানান সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম ও ডিস্ট্রিক্ট -৩ গর্ভণর পটিয়া ক্লাবের ফাউন্ডার এন্ড সার্টার প্রেসিডেন্টএপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।
ক্রীড়া সংগঠক চট্টগ্রাম এ প্লাস ফুটবল একাডেমির চেয়ারম্যান শফিকুল আলম বশর এ অ্যাওর্য়াড অর্জন করায় চট্টগ্রাম ও পটিয়ার ফুটবল খেলোয়াড় ও বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply