লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে চট্টগ্রামের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ ছাত্রীদের নিয়ে ইনডোর গেইম লুডু ও ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় ক শাখায় লুডুতে
সাবরিনা কামাল ৪র্থ শ্রেণি (চ্যাম্পিয়ন),
জান্নাতুল ফেরদৌস ৫ম শ্রেণি (১ম রানার্সআপ),
আরিশা বিনতে আব্বাস ৩য় শ্রেণি (২য় রানার্স, আপ), খ শাখায় নচমিন ফাতেমা ১০ম শ্রেণি (চ্যাম্পিয়ন), দিয়া দাশ গুপ্তা ৭ম শ্রেণি (১ম রানার্সআপ), নাবিলা হোসাইন ৬ষ্ঠ শ্রেণি (২য় রানার্সআপ), হওয়ার গৌরব অর্জন করে। ক্যারম প্রতিযোগীতায় ক শাখায় আফাফ ৫ম শ্রেণি (চ্যাম্পিয়ন),
উম্মে মোবাশশিরা ৫ম শ্রেণি (১ম রানার্সআপ),
হুমায়রা নওশীন ৫ম শ্রেণি (২য় রানার্সআপ) ও খ শাখায় জেসমিন সুলতানা ৭ম (চ্যাম্পিয়ন)
নচমিন ফাতেমা ১০ম শ্রেণি (১ম রানার্সআপ)
নাবিলা হোসাইন ৬ষ্ঠ শ্রেণি (২য় রানার্সআপ) হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের হাতে ট্রফি তোলে দেন রাউজান উপজেলার ভাইস -চেয়ারম্যান নুর মোহাম্মদ ও বিশেষ অতিথি কফিল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন, উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। শিক্ষিকা তাসনুভা তাহরীন, মামুর, মিতু, রুমি,নাজমুন নাহার, আইরিন,প্রজ্ঞা, আফ্রিন রিফাত ও ফাতেমা বিচারকের দায়িত্ব পালন করেন
Leave a Reply