বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গত ২২ মে ২০২১ ইংরেজি বিকাল ৪ ঘটিকায় ঝাউবনে পিকনিক স্পটে সীতাকুন্ড ব্লাড ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সীতাকুন্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন দিশারীয়ান মোহাম্মদ নূর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান দিশারীয়ান এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, দিশারী যুব সংগঠন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক দিশারীয়ান এম এ ইলাহি আরাফাত,দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শাখার সভাপতি দিশারীয়ান মোহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ, গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আবু তাহের, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুন্ড এর সভাপতি লিও মোঃ সালাউদ্দিন চৌধুরী, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শাখার সাধারণ সম্পাদক দিশারীয়ান মোহাম্মদ জিয়াউল হক আরিফ,সীতাকুণ্ড ব্লাড ব্যাংক এর এডমিন শরিফুল ইসলাম, শাহানা আক্তার, ইলিয়াস সানি, কার্যকরী সদস্য সালা উদ্দিন জীবন, এসপি ইকবাল, কাঞ্চন চৌধুরী, মডারেটর সজীব, ইনা তাফান্নুম, জোবেদা বেগম , দিশারী যুব ফাউন্ডেশন বাশবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি দিশারীয়ান মোঃ জাহাঙ্গীর আলম বাবলু , সাধারণ সম্পাদক দিশারীয়ান রাইহান উদ্দিন, যুগ্মসম্পাদক দিশারীয়ান ফারহানা আক্তার নুরী, কুমিরা ইউনিয়ন শাখার সভাপতি দিশারীয়ান মোঃ ইকবাল হোসেন ইমন, সাধারণ সম্পাদক দিশারীয়ান শাহানা আক্তার, ইমন, মেজবাহ, ইমরান প্রমুখ।
অনুষ্ঠানে সীতাকুন্ড ব্লাড ব্যাংকের কার্যক্রম বিগত পাঁচ বছরের কার্যক্রমের উপস্থাপন করেন সীতাকুন্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন দিশারীয়ান মোহাম্মদ নূর খান।
Leave a Reply