1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
“হযরত শাহ্ জালাল (রহঃ)” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব) দেশব্যাপী তীব্র গরম তাপদাহে সূর্যগিরি আশ্রম শাখার সুপেয় পানি ও শরবত বিতরণ কবিতার ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ৪ তীব্র তাপদাহে পটিয়ার জনসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে চট্টগ্রাম- দোহাজারী – কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান। বৃহওর চট্টগ্রামে আগামীকাল সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টা গণপরিবহন ধর্মঘট আহ্বান হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান। তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ওয়াহিদুল আলম ওয়াহিদের ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ “তাপদাহের জ্বালা” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

ভৈরবে লিও ডে অনুষ্টিত

  • সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ পঠিত

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন লিও ক্লাব এর ৫ডিসেম্বর আন্তজার্তিক লিও ডে উপলক্ষে লিও জেলা ৩১৫বি১ এর ক্লাব লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট ক্লাবের পক্ষ থেকে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীর শুরুতে ভৈরব পৌরসভা চত্বরে বৃক্ষ রোপন করে এবং সমাজের অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা । এছাড়া ভৈরব বাসষ্টেশন দুর্জয়মোড়ে ডেংগু ও ডাইবেটিস এর ওপর জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় এবং উক্ত কর্মসুচী শেষে সন্ধ্যায় ভৈরবের অভিজাত জান্নাত রেস্টুরেন্ট এন্ড রির্সোট এ লিও ডে উপলক্ষে অনুষ্টানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করেন লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া। তিনি রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বিশাল সংবর্ধনা দেওয়া হয় এবং লিওরা সকলে ফুলেল শুভেচ্ছা জানান।এরপর লিও ক্লাব অব ভৈরব এরিষ্টোক্রেট এর চার্ডাট প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়ার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স মাধ্যমে যুক্ত হন লিও জেলা ৩১৫বি১ এর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মহীউদ্দীন মাহি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫বি৪ এর রিজিওয়ন ডিরেক্টর লিও বোরহান উদ্দিন সাকিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য এ বলেন সারাবিশ্বে আজকের এই দিন সেচ্ছাসেবী দের দিবস হিসেবে পালিত হয় যারা সমাজের অসহায় মানুষেরজন্যে বিনা স্বার্থে সেচ্ছাশ্রম দেই। তাই দিনটি যথাযথ ভাবে পালন করা হয় সারাবিশ্বে, তাই দিনটির গুরুত্ব অপরিসীম এবং ক্লাবের সকলের সফলতা কামনা করেন। এবং তিনি লিও ক্লাব অব ভৈরব এরিষ্ট্রোক্রেট এর চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া কে আগামী ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটিতে রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত করেন। রিজিওয়ন ডিরেক্টর নির্বাচিত হওয়ায় তার জন্যে শুভকামনা ও শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিল ভৈরব এর বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সেক্রেটারি জনাব আলাল উদ্দীন এবং নিরাপদ সড়ক চাই ও বাংলাদেশ মানবাধিকার এর মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিনএবং ভৈরব রিপোর্টাস ইউনিটির ভাইস প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন এবং জান্নাত রেস্টুরেন্ট এন্ড রির্সোট এর জিএম জনাব বিল্লাল ও গুনীব্যাক্তিবর্গরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেট এর চার্টাড সেক্রেটারি লিও গোলাম মোহাম্মদ সাবাব ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও নাজমুল ভাইস প্রেসিডেন্ট লিও শাতিল খান,চার্টাড ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি,জয়েন্ট ট্রেজারার লিও মাহিন মাহমুদ, জয়েন্ট টেইল টু স্টার জহিরুল ইসলাম জয়,জয়েন্ট টেমার লিও সৌরভ,আইটি সার্পোট কো অর্ডিনেটর লিও তানজিল সরকার।এবং আরো অনেকে। উক্ত আলোচনা সভা শেষে কেক কেটে লিও ডে উদযাপন করা হয়।পরিশেষে চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া বক্তব্য এর মাধ্যমে অনুষ্টান সমাপ্তি করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট